• ঢাকা
  • সোমবার, ১৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৯ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

শেরপুরে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: সোমবার, ১৬ মে, ২০২২ খ্রিস্টাব্দ, ০৫:০৪ পিএম
সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ
চেক বিতরণ করছেন ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক সুভাষ চন্দ বাদল

শেরপুর প্রতিনিধি: শেরপুরে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ করলেন ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক সুভাষ চন্দ বাদল। সোমবার (১৬ মে) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলায় কর্মরত অসুস্থ সাংবাদিকদের চিকিৎসা ও করোনাকালীন সহায়তা চেক বিতরণ করেন তিনি।

তিনি বলেন, সাংবাদিক বান্ধব এ সরকার সারাদেশে বয়স্ক সাংবাদিকদের ভাতা প্রদানের পরিকল্পনা রয়েছে। সেইসাথে সাংবাদিকদের মেধাবী সন্তানদের মেধা বৃত্তি প্রদানেরও পরিকল্পনা রয়েছে। কল্যাণ ট্রাস্টের আগামী বোর্ড মিটিংএ এসব পরিকল্পনার সিদ্ধান্ত হতে পারে।

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রীর ওই অনুদানের মধ্যে ৫০ কোটি ৫৭ লাখ টাকা কল্যাণ ট্রাস্টের মাধ্যমে সারাদেশের দুঃস্থ-অসহায়, দুর্ঘটনাকবলিত ও মৃত্যুবরণকারী সাংবাদিক পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে। এছাড়া করোনাকালীন সহায়তার জন্য দেওয়া ১০ কোটি টাকার মধ্যে ইতোমধ্যে প্রায় সাড়ে ৬ কোটি টাকা সাংবাদিকদের বিশেষ প্রণোদনা হিসেবে দেওয়া হয়েছে। সাংবাদিকদের কল্যাণে প্রধানমন্ত্রীর ওই সহায়তার উদ্দেশ্য যেন সফল হয় সেদিকে সাংবাদিক নেতাসহ সকলের প্রতি আহবান জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেরপুর জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদ। এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ তোফায়েল আহমেদ, সদর উপজেলা চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম হিরু, শেরপুর প্রেসক্লাবের সভাপতি মো. শরিফুর রহমান, সাধারণ সম্পাদক মো. মেরাজ উদ্দিন, সাবেক সভাপতি রফিকুল ইসলাম আধার, শেরপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি মানিক দত্ত প্রমুখ।

অনুষ্ঠানে জেলায় কর্মরত সাংবাদিকদের মধ্যে ৪ জনকে ১০ হাজার টাকার করোনা কালীন অনুদান এবং একজন মৃত সাংবাদিকের পরিবারকে ৩ লক্ষ টাকাসহ আরো ৭ জন সাংবাদিককে চিকিৎসা সহায়তার এককালীন ৫০ হাজার করে মোট ৬ লাখ ৯০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।

 

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image