• ঢাকা
  • শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৭ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

তুমুল আলোচিত সিনেমা ‘আরআরআর’


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: সোমবার, ১১ এপ্রিল, ২০২২ খ্রিস্টাব্দ, ০৫:০৪ পিএম
সেরা সিনেমা ‘আরআরআর’
সেরা সিনেমা ‘আরআরআর’

বিনোদন ডেস্ক: সারা বিশ্বে তুমুল আলোচিত দক্ষিণী সিনেমা ‘আরআরআর’। রাজামৌলি পরিচালিত সিনেমাটি মুক্তির পর থেকেই তুমুল আলোচিত।

মুক্তির পর সারা বিশ্বে মাত্র ৩ দিনেই ৫০০ কোটি রুপি ব্যবসা করেছে সিনেমাটি। যাকে বক্স অফিসের নতুন রেকর্ড বলছেন সিনেমা সংশ্লিষ্টরা। এবার নিজের রেকর্ড নিজে ভেঙেছে ‘আরআরআর’। এখন পর্যন্ত সিনেমাটির আয় ছাড়িয়েছে ১০০০ কোটি রুপি।

ব্যবসার হারে ভারতের সর্বকালের সেরা সিনেমার তালিকায় উঠে এসেছে ‘আরআরআর’ সিনেমার নাম। এমন তথ্যই প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম। মাত্র ১৬ দিনে ১০০০ কোটি রুপি আয় করেছে সিনেমাটি।

জানা গেছে, সিনেমাটির সাফল্যে অবাক সংশ্লিষ্টরা। গত শুক্রবার বিশ্বজুড়ে সিনেমাটির আয় ২২৩ কোটি রুপি। আর মুক্তির প্রথম দিনেই ‘আরআরআর’ আয় করেছে ১৮ কোটি রুপি।

ভারতের সর্বকালের সেরা সিনেমার তালিকায় প্রথম স্থানে আছে ‘দঙ্গল’। ২ হাজার ৮ কোটি ৩০ লাখ রুপি আয় করেছিল সিনেমাটি। ১ হাজার ৭৫৪ কোটি ৫০ লাখ রুপি আয় করে দ্বিতীয় অবস্থানে আছে ‘বাহুবলি’। তৃতীয় অবস্থানে আছে ‘আরআরআর’। তবে বিশ্লেষকরা মনে করছেন, এভাবে চলতে থাকলে চলতি সপ্তাহে আরও এক ধাপ এগিয়ে যাবে ‘আরআরআর’।

তেলুগু সিনেমার দুই মহারথীকে নিয়ে যুদ্ধে নেমেছিলেন রাজামৌলি। রামচরণ ও জুনিয়র এনটিআরকে পর্দায় দারুণভাবে লুফে নিয়েছে দর্শক। তামিল, তেলুগু, মালয়ালম, হিন্দি–এই চারটি ভাষায় মুক্তি পেয়েছে সিনেমাটি। আলিয়া ভাটের সঙ্গে এ সিনেমায় একটি অতিথি চরিত্রে অভিনয় করেছেন অজয় দেবগন।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image