• ঢাকা
  • বুধবার, ২৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ০৮ মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

মেট্রোরেলের সংবাদ সংগ্রহে গিয়ে আনসারের হাতে দুই সাংবাদিক ‘লাঞ্ছিত'


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: মঙ্গলবার, ২৯ আগষ্ট, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৭:৫১ পিএম
মেট্রোরেলের সংবাদ সংগ্রহে গিয়ে আনসারের হাতে দুই সাংবাদিক ‘লাঞ্ছিত'

নিজস্ব প্রতিবেদক : শেওড়াপাড়া রেলস্টেশনে কর্মরত এক আনসার সদস্যের বিরুদ্ধে দুই সাংবাদিককে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। ঘটনার শিকার সাংবাদিকরা হলেন, সমকালের মাল্টিমিডিয়া রিপোর্টার মামুন সোহাগ ও আমাদের সময়ের মাল্টিমিডিয়া রিপোর্টার আক্তারুজ্জামান।

মঙ্গলবার (২৯ আগস্ট) দুপুর ২টার দিকে রাজধানীর শেওড়াপাড়া মেট্রোরেল স্টেশনের আগারগাঁও রুটে যাওয়ার দিকে প্লাটফর্মে এই ঘটনা ঘটে। 

জানা গেছে, মেট্রোরেলের সবশেষ পরিস্থিতি নিয়ে সংবাদ সংগ্রহ করতে গেলে আনসার সদস্য তাদের প্রশ্ন শুনেই তেড়ে আসেন। হাতের বুম কেড়ে নিয়ে দুই সাংবাদিকককে ধাক্কা দিয়ে লিফটের ভেতরে ঢুকিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তার রুমে যেতে হবে বলে জানান।

অভিযুক্ত ওই আনসার সদস্যের নাম আছলাম সরদার। তিনি মেট্রোরেল স্টেশনে দায়িত্ব পালন করছিলেন।

সমকালের মাল্টিমিডিয়া রিপোর্টার মামুন সোহাগ গণমাধ্যমকে জানান, অফিসিয়াল অ্যাসাইনমেন্টে আজ দুপুরে শেওড়াপাড়া মেট্রোরেল স্টেশনে যায় ভিডিও স্টোরি করার জন্য। দুই বছর আগে আজকের দিনেই আনুষ্ঠানিকভাবে ভায়াডাক্টের ওপর চলে দেশের প্রথম মেট্রোরেল। একইসঙ্গে সাম্প্রতিক সময়ে আমরা দেখেছি মেট্রোরেলের টয়লেট ব্যবহারে টিকিট সিস্টেম শুরু হওয়াতে অনেক যাত্রীরা ক্ষোভ প্রকাশ করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। অনেক টেলিভিশন পত্রিকায়ও রিপোর্টও হয়েছে। সবকিছু মিলিয়ে এটা নিয়ে একটা প্রতিবেদন করতে গেলে বুম হাতে, ভিডিও করতে দেখেই আছলাম সরদার নামে এক আনসার সদস্য আমার ওপর দিকে তেড়ে আমার কাজের সামগ্রী কেড়ে নেয়। তারপর ধাক্কা দিয়ে লিফটের ভেতরে ঢুকিয়ে বলে- ‘যেতে হবে, বসেরা কথা বলবে। শুধু আমাকেই না, আমাদের সময়ের আক্তারুজ্জামানের কাঁধে ধাক্কা দিয়ে বলে এসব বাদ দেন। যা বলি তাই হবে।'

এবিষয়ে আরেক মাল্টিমিডিয়া রিপোর্টার আক্তারুজ্জামান জানান, মেট্ররেলে পাবলিক টয়লেট ব্যবহার করতে গুণতে হচ্ছে অতিরিক্ত টাকা- এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে বেশ আলোচনা সমালোচনা হচ্ছিল কয়েকদিন ধরে। বিষয়টি নিয়ে সরেজমিন ভিডিও প্রতিবেদন করতে যায় আমি। মেট্রোরেলের পাবলিক টয়লেট ব্যবহার করা দু একজনের সঙ্গে স্বাভাবিকভাবেই তাদের বক্তব্য জানার চেষ্টা করছিলাম। হঠাৎ একজন এসে ধাক্কা দিয়ে বলে কিসের ভিডিও করছেন। তাকিয়ে দেখলাম আনসার সদস্য। তাকে সাংবাদিক পরিচয় দেওয়া সত্বেও আমাকে ও সমকালের রিপোর্টার মামুন সোহাগকে শাসিয়ে যান। কাজ শেষে আমরা বের হওয়ার সময় তিনি আবারো অশালীন মন্তব্য করেন। এমন সময় আমরা কোনো ভুল করেছি কি-না প্রশ্ন করলে তেড়ে আসানে আমাদের দিকে। বুম কেড়ে নেন, টেনে হিচড়ে লিফটে ওঠানো হয় আমাদের। এরপর নিচে কন্ট্রোল রুম ইনচার্জের রুমে নিয়ে যাওয়া হয়।

এ বিষয়ে শেওড়াপাড়া মেট্রোরেল স্টেশনের স্টেশন কন্ট্রোলার মো. মহসিন বলেন, ‘সাংবাদিকদের বুম কেড়ে নিয়ে আনসার সদস্য ভুল করেছেন।' তিনি সাংবাদিকদের আশ্বস্ত করে বলেন, এই বিষয়ে শিগগিরই ব্যবস্থা নেব।

ঢাকানিউজ২৪.কম / জেডএস

আরো পড়ুন

banner image
banner image