
নিউজডেস্ক: আগামী বছর আমেরিকায় শুরু হচ্ছে আইসিসি টি-২০ বিশ্বকাপ ক্রিকেট। তবে জানা যাচ্ছিলো না সেই খেলা গুলো কোথায় অনুষ্ঠিত হবে। বুধবার আইসিসি সেই ভেন্যু গুলো নাম ঘোষণা করে। আমেরিকার ডালাস, ফ্লোরিডা ও নিউইয়র্কের বিভিন্ন স্টেডিয়ামে এই খেলা গুলো অনুষ্ঠিত হবে।
ডালাসের গ্র্যান্ড প্রেইরি, ফ্লোরিডার ব্রওয়ার্ড কাউন্টি এবং নিউইয়র্কের নাসাউ কাউন্টির মাঠ মার্কিন যুক্তরাষ্ট্রের মাঠে ক্রিকেটের নতুন ইতিহাসের অংশ হবে।
এছাড়া নিউইয়র্কের আইজেনহাওয়ার পার্কে একটি ৩৪,০০০ আসনের নতুন স্টেডিয়াম তৈরি করা হবে। আইসিসির প্রধান নির্বাহী জিওফ অ্যালার্ডিস বলেন, ক্রিকেট কে জনপ্রিয় করতে তারা কিছু প্রকল্প হাতে নিয়েছেন। আগামী ২০২৮ লস অ্যাঞ্জেলস অলিম্পিকে ক্রিকেট রাখার বিষয়ে তারা জোর তদবির চালিয়ে যাচ্ছেন।
ঢাকানিউজ২৪.কম / এসডি
আপনার মতামত লিখুন: