
গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের গফরগাঁও উপজেলার হাতিখলা উচ্চ বিদ্যালয়ের ২টি নতুন ৪ তলা একাডেমিক ভবনের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (২৭ অক্টোবর) বিকেলে আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত এই ২টি ভবনের উদ্বোধন করেন ময়মনসিংহ -১০ গফরগাঁও আসনের সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল।
এই উপলক্ষে বিদ্যালয় মাঠে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির হিসেবে বক্তব্য রাখেন ফাহমী গোলন্দাজ বাবেল এমপি।
বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটির এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান মো. ফসিউল্লাহ'র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল, উপজেলা নির্বাহী অফিসার মো. আবিদুর রহমান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আবুল কাশেম।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ আতাউর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান রেশমা আক্তার, খন্দকার গ্রুপের চেয়ারম্যান এ.কে.এম. ফায়েকুজ্জামান, সালটিয়া ইউপি চেয়ারম্যান নাজমুল হক ঢালী, গফরগাঁও ইউপি চেয়ারম্যান সামছুল আলম খোকন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম প্রমূখ।
এছাড়াও অনুষ্ঠানে বিদ্যালয়ের ছাত্র ছাত্রী, শিক্ষক- শিক্ষিকা সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: