• ঢাকা
  • শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৬ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

চাটখিলে আলোর পথযাত্রী মোহাম্মদ হাসান গ্রন্থের প্রকাশনা উৎসব


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: বুধবার, ১৩ জুলাই, ২০২২ খ্রিস্টাব্দ, ০১:৫৩ পিএম
আলোর পথযাত্রী মোহাম্মদ হাসান গ্রন্থের প্রকাশনা উৎসব
আলোর পথযাত্রী মোহাম্মদ হাসান গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত

নিউজ ডেস্ক : ১২ জুলাই নোয়াখালীর চাটখিল উপজেলা মিলনায়তনে আয়োজিত ‘আলোর পথযাত্রী মোহাম্মদ হাসান’ গ্রন্থের  প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. দিদার উল আলম। নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহীম উৎসবের উদ্বোধন করেন।

চাটখিল পৌরসভার মেয়র নিজাম উদ্দিন ভিপির সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চাটখিল উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির, ঢাকা বৃহৎ কর অঞ্চলের কমিশনার মোঃ ইকবাল হোসেন, সেনবাগ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর একেএম সেলিম চৌধুরী প্রমুখ।

গ্রন্থালোচনায় অংশ নেন চাটখিল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এইচ এম আলী তাহের ইভু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন জাহাঙ্গীর, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মিজানুর রহমান ভুইয়া ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এটিএম এহছানুল হক।

অনুষ্ঠানে বক্তাগণ বলেন, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ হাসান একজন নিরলস সেবাব্রতী ও নিঃস্বার্থ উন্নয়নকর্মী। দেশের প্রত্যন্ত এলাকায় শিক্ষা, চিকিৎসাসেবা ও ধর্মীয় প্রতিষ্ঠান উন্নয়নে তিনি ব্যাপক অবদান রেখেছেন। তাঁর কর্মোদ্যোগ আগামী প্রজন্মের কাছে দৃষ্টান্ত স্থাপন করেছে।

সভার শুরুতে স্বাগত বক্তব্য দেন স্মারক গ্রন্থের সম্পাদক এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের উপপরিচালক ড. আজাদ বুলবুল।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image