• ঢাকা
  • শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৭ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কোনো শঙ্কা নেই: পররাষ্ট্রমন্ত্রী


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০২২ খ্রিস্টাব্দ, ০৪:২৬ পিএম
যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার চিন্তিত নই
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা নিয়ে বাংলাদেশ চিন্তিত নয় বলেছেন, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। মন্ত্রী বলেন, নিষেধাজ্ঞার কোনো শঙ্কা নেই, তারা ধনী দেশ হিসেবে হাজার হাজার নিষেধাজ্ঞা দেয়। এগুলো নিয়ে অত চিন্তিত নই।

মঙ্গলবার (২০ ডিসেম্বর) বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো। এবছর দুই দেশের মধ্যে ১৬টি বৈঠক হয়েছে। আমাদের সম্পর্ক ভালো বলেই তারা আমাদের বিভিন্ন পরামর্শ দিয়ে থাকে। আতঙ্কের কারণ নাই।

ভ্রমণ সতর্কতার বিষয়ে মোমেন বলেন, এটি তাদের দায়িত্ব।

বিএনপির ২৭ দফা প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, যারা বাংলাদেশে সন্ত্রাস ও মানবাধিকার লঙ্ঘনের রাজত্ব কায়েম করেছে, সংখ্যালঘু ও কূটনীতিকদের ওপর হামলা চালিয়েছে, ২০১৩-১৪ সালে মানুষকে পুড়িয়েছে, তারা এখন মানবাধিকারের কথা বলে। ওদের নিজেদের ঘর ঠিক করা উচিত।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image