• ঢাকা
  • শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৬ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

আখাউড়ায় হালকা বৃষ্টিতেই জলাবদ্ধতা, ভোগান্তিতে শতাধিক পরিবার


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০২২ খ্রিস্টাব্দ, ০৩:১৫ পিএম
জলাবদ্ধতায় ভোগান্তিতে শতাধিক পরিবার
জুতা হাতে নিয়ে রাস্তা পার হচ্ছেন দুই পথচারী

মনিরুজ্জামান মনির, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মোগড়া ইউনিয়নের ধাতুরপহেলা গ্রামে সামান্য  বৃষ্টিতেই দিনের পর দিন অধিক সময় ধরে জলাবদ্ধ হয়ে থাকে একমাত্র রাস্তাটি। আশপাশের ইউনিয়নসহ পৌর শহরে একমাত্র প্রবেশমুখ হচ্ছে এই রাস্তা। সামান্য বৃষ্টি হলেই জমে হাটু পানি। ফলে ভোগান্তির শিকার যাতায়াতকারীসহ এলাকার স্থানীয় শতাধিক পরিবার।

সরেজমিনে দেখা যায়, মোগড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ধাতুরপহেলা গ্রামের  রাস্তায় জলাবদ্ধতার কারণে পানি জমে আছে। কিছুদূর গেলেই স্থানীয় একটি বাজার। তবে পানি জমে থাকায় দুর্ভোগ পোহাতে হচ্ছে বাজারে যেতেও।

প্রতিদিন এই রাস্তায় মানুষসহ মাটিবোঝাই গাড়ি, মোটরসাইকেল চলাচল করে। রাস্তায় জলাবদ্ধতা ও খানাখন্দের কারণে অনেক সময় গাড়ি উল্টে যেতেও দেখা যায়।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন জানান, বর্তমান সময়ে এমন রাস্তা কোথাও আছে? বাসা থেকে বের হলেই ভোগান্তি পোহাতে হয়। জলাবদ্ধতা নিরসনে স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।

স্থানীয় বাসিন্দা জুয়েল আলী রাজ জানান, গত কয়েক মাস আগে স্থানীয়দের নিয়ে কিছু ভাঙা ইট দিয়ে জলাবদ্ধতা নিরসনে ভোগান্তি কমাতে চেয়েছিলাম, কিন্তু হয়নি।

স্থানীয় ওয়ার্ড সদস্য মো. আলমগীর মিয়া বলেন, ভোগান্তির কথা শুনে আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল, মোগড়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মতিনসহ আরও অনেকেই সরেজমিনে পরিদর্শন করেছেন। শুনেছি চলতি মাসের মধ্যেই কাজ শুরু হবে।

এ ব্যাপারে ৩নং মোগড়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মতিন জানান, ধাতুর পহেলার এ রাস্তাটা দ্রুত সময়ের মধ্যেই কাজ শুরু করা হবে। ইতোমধ্যে রাস্তার জলাবদ্ধতা নিরসনে কাজ শুরুর প্রক্রিয়া চলছে। 

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image