• ঢাকা
  • মঙ্গলবার, ১৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ৩০ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

ক্র্যাবের নতুন নেতৃত্বে কামরুজ্জামান-সিরাজ


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: সোমবার, ১৫ জানুয়ারী, ২০২৪ খ্রিস্টাব্দ, ১০:৩৭ পিএম
ক্র্যাবের নতুন নেতৃত্বে কামরুজ্জামান-সিরাজ
সভাপতি কামরুজ্জামান খান ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম।

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) কার্যনির্বাহী কমিটি ২০২৪ নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন কামরুজ্জামান খান ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সিরাজুল ইসলাম।

সভাপতি পদে কামরুজ্জামান খান পেয়েছেন ১৭০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসারফ হোসেন ইসা পেয়েছেন ১১৭ ভোট। 

সাধারণ সম্পাদক পদে সিরাজুল ইসলাম পেয়েছেন ৮৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এস এম নুরুজ্জামান পেয়েছেন ৭৪ ভোট।

সোমবার (১৫ জানুয়ারি) রাজধানীর সেগুন বাগিচায় ক্র্যাব'র নিজস্ব কার্যালয়ে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

উক্ত নির্বাচনে ১৫টি পদের বিপরীতে মোট ৩২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এতে মোট ভোটার সংখ্যা ৩০০ জনের মধ্যে ২৮৯ জন ভোটাধিকার প্রয়োগ করেন। এ ভোটের মাধ্যমে আগামী এক বছরের জন্য অপরাধ বিষয়ক সাংবাদিকদের এ সংগঠন পরিচালনায় নেতৃত্ব নির্বাচন করেন ভোটাররা।

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুলকে প্রধান করে তিন সদস্যের নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়।কমিটির অন্য দুজন সদস্য হলেন- জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস খান এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি সোহেল হায়দার চৌধুরী।

অন্যান্য পদে বিজয়ীরা হলেন :

সহ-সভাপতি শাহীন আবদুল বারী (১২৩ ভোট), যুগ্ম সম্পাদক দিপন দেওয়ান (১৭৩ ভোট), অর্থ সম্পাদক হরলাল রায় সাগর (১৫৩ ভোট), সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম রাজী (১৯০ ভোট), দপ্তর সম্পাদক কামাল হোসেন তালুকদার (১৫৩ ভোট), প্রচার ও প্রকাশনা সম্পাদক নিহাল হাসনাইন (১৬১ ভোট), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত রকিবুল ইসলাম মানিক, কল্যাণ সম্পাদক ওয়াসিম সিদ্দিকী (১৭৬ ভোট), প্রশিক্ষণ ও তথ্য প্রযুক্তি সম্পাদক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ইসমাঈল হুসাইন ইমু ও আন্তর্জাতিক সম্পাদক পদে শাহীন আলম (১৩৬ ভোট) বিজয়ী হয়েছেন।

এছাড়াও কার্যনির্বাহী সদস্য পদে চারজন প্রার্থীর মধ্যে বিজয়ী তিনজন হলেন আলী আজম, মো. আবু দাউদ খান ও শেখ কালিমউল্যাহ।

ঢাকানিউজ২৪.কম / জেডএস/সানি

আরো পড়ুন

banner image
banner image