• ঢাকা
  • বুধবার, ২২ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ; ০৫ জুন, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

গোবিন্দগঞ্জে দেড় কেজি গাঁজাসহ এক নারী গ্রেফতার


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: সোমবার, ১২ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, ১১:৫৭ এএম
গোবিন্দগঞ্জে দেড় কেজি
গাঁজাসহ এক নারী গ্রেফতার

গাইবান্ধা  থেকে আঃ খালেক মন্ডলঃ জেলার গোবিন্দগঞ্জ উপজেলায় একটি যাত্রী বাস থেকে দেড় কেজি গাঁজা জব্দ করছে পুলিশ। এসময় বেলী বেগম (৩৫) নামের এক মাদক করবারিকে গ্রফতার করা হয়।

রোববার (১১ জুন) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন গোবিন্দগঞ্জ থনার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) সঞ্জয় কুমার।

পুলিশ জানায়,শনিবার (১০ জুন) রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চাপড়ীগঞ্জ বাজারের দক্ষিণে রংপুর-ঢাকা মহাসড়কে অভিযান পরিচালনা করা হয়। এসময় একটি যাত্রীবাহী বাস তল্লাশি করা হয়। বাসটির সিটে বসে থাকা বেলী বেগমের কাছে রক্ষিত দেড় কেজি গাঁজা জব্দ করাসহ তাকে গ্রেফতার করা হয়েছে।

গোবিন্দগঞ্জ থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) সঞ্জয় কুমার বলেন, বেলী বেগমের বিরুদ্ধ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মাদকের বিরুদ্ধে কঠোর অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image