• ঢাকা
  • শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৭ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

সারাদেশে বিএনপির গণঅবস্থান কর্মসূচি


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: শনিবার, ০১ এপ্রিল, ২০২৩ খ্রিস্টাব্দ, ১০:১১ এএম
সারাদেশে বিএনপির গণঅবস্থান
bnp logo

নিউজ ডেস্ক:  সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবি বাস্তবায়নে চূড়ান্ত আন্দোলনের প্রস্তুতি শুরু করেছে বিএনপি। এর অংশ হিসেবে পবিত্র রমজান মাসেও রাজনৈতিক, সাংগঠনিক ও কূটনৈতিক তৎপরতা অব্যাহত রেখেছে দলটি। এতে সারাদেশের তৃণমূল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ করার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি সাধারণ মানুষ, পেশাজীবী ও বন্ধু দেশের সমর্থন আদায়েও চলছে কর্মতৎপরতা।

এজন্য ইফতার রাজনীতির পাশাপাশি মাঠের কর্মসূচিতেও রমজানজুড়ে সক্রিয় থাকছে দলটি। বিদ্যুৎ, গ্যাসসহ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সরকারের বেপরোয়া দুর্নীতির প্রতিবাদ এবং ১০ দফা বাস্তবায়নের দাবিতে সারাদেশের জেলা ও মহানগর পর্যায়ে শনিবার দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত গণঅবস্থান পালন করবেন নেতাকর্মীরা। 

টানা ১০ দিনের কর্মসূচিতে প্রবেশ করতে যাচ্ছে দলটি। এ কর্মসূচি বাস্তবায়নে নেওয়া হয়েছে ভিন্ন ভিন্ন কৌশল। এজন্য দলটির নেতাকর্মীরা প্রায় প্রতিদিনই বৈঠক, ঘরোয়া প্রস্তুতি সভা ও মতবিনিময় করছেন।

ঢাকানিউজ২৪.কম /

আরো পড়ুন

banner image
banner image