• ঢাকা
  • শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৬ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

অবৈধ মানি এক্সচেঞ্জ অভিযান চলবে: সিআইডি


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: বুধবার, ১৮ জানুয়ারী, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৪:৪৭ পিএম
অবৈধ মানি এক্সচেঞ্জ অভিযান চলবে
১৪ জনকে গ্রেফতার করেছে সিআইডি

নিউজ ডেস্ক : পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) জানিয়েছে, অবৈধ মানি এক্সচেঞ্জের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। দেশে অবৈধ মানি এক্সচেঞ্জের সংখ্যা এক হাজারেরও বেশি। 

রাজধানীর ৫টি এলাকায় অভিযান চালিয়ে অবৈধ মানি এক্সচেঞ্জ ব্যবসায় জড়িত ১৪ জনকে গ্রেফতার করেছে সিআইডি।

রাজধানীর গুলশান ও মোহাম্মদপুরসহ ৫টি এলাকায় অভিযান চালিয়ে অবৈধ মানি এক্সচেঞ্জ ব্যবসায় জড়িত ১৪ জনকে গ্রেফতারের পর বুধবার (১৮ জানুয়ারি) সংবাদ সম্মেলনে একথা জানান অতিরিক্ত আইজিপি সিআইডিপ্রধান মোহাম্মদ আলী মিয়া। রাজধানীর মালিবাগে সিআইডি সদর দফতরের মিডিয়া সেন্টারে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সিআইডিপ্রধান বলেন, দেশে ২৩৫টি বৈধ মানি এক্সচেঞ্জ রয়েছে। এর বিপরীতে অবৈধ মানি এক্সচেঞ্জের সংখ্যা ১ হাজারের বেশি। তাদের ধরতে অভিযান অব্যাহত থাকবে।

তিনি বলেন, গ্রেফতার হওয়া ব্যক্তিরা লাইসেন্স বা কাগজপত্র ছাড়াই বৈদেশিক মুদ্রা ক্রয়-বিক্রয়ের পাশাপাশি হুন্ডি ব্যবসাতেও জড়িত ছিলেন।

মোহাম্মদ আলী মিয়া বলেন, অভিযানে জব্দ করা হয় ১৯টি দেশের প্রায় ১ কোটি ১১ লাখ টাকা মূল্যের বৈদেশিক মুদ্রাসহ প্রায় ২ কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের সহযোগিতায় এ অভিযান চালানো হয়।

তিনি আরও বলেন, প্রতিষ্ঠানগুলো দৈনিক গড়ে প্রায় ৭০ থেকে ৭৫ লাখ টাকা সমমূল্যের মুদ্রা অবৈধভাবে ক্রয়-বিক্রয় করত। মানি এক্সচেঞ্জের ব্যবসার পাশাপাশি প্রতিষ্ঠানগুলো পরিচালনা করত হুন্ডি ব্যবসাও।

সিআইডির ফিনান্সিয়াল ক্রাইম ইউনিটের বিশেষ পুলিশ সুপার (এসএসপি) হুমায়ূন কবির জানান, মঙ্গলবার রাজধানীর গুলশান, উত্তরা, মতিঝিল, আশকোনা এলাকার বিভিন্ন মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠানে অভিযান চলানো হয়। তিনটি টিম এ অভিযানে কাজ করে। তারা দুপুরের পর থেকে অভিযান শুরু করে, যা চলে সন্ধ্যা পর্যন্ত।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image