• ঢাকা
  • শুক্রবার, ১৯ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ০৩ মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

বিএসআরএফ’র কার্যনির্বাহী সদস্য আসাদ


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: মঙ্গলবার, ২০ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৯:৩১ এএম
বিএসআরএফ’র কার্যনির্বাহী সদস্য
জ্যেষ্ঠ সাংবা‌দিক আসাদ আল মাহমুদ

ডেস্ক রিপোর্টার : বাংলাদেশ সচিবালয় বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন জ্যেষ্ঠ সাংবা‌দিক আসাদ আল মাহমুদ।

‌তি‌নি ৬৫ ভোট পে‌য়ে বিজয়ী হ‌য়ে‌ছেন।

গত মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সংগঠনের ২০২৩-২৪ মেয়াদের কার্যনির্বাহী কমিটির ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। 

এদিন সন্ধ্যায় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান ও যুগান্তর সম্পাদক সাইফুল আলম ভোটের ফলাফল ঘোষণা করেন। মোট ১৫২ ভোটারের মধ্যে ১৪৬ জন ভোট দেন।

তরুণ এই সাংবা‌দিক নেতা দৈনিক আমার সংবাদ, বিবার্তা২৪ ডটনেট, আমাদের সময়, ভোরের ডাকসহ বাংলাদেশ প্রতিদিনে কর্মরত ছিলেন। 

‌তি‌নি বর্তমা‌নে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে), ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ), বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন (ক্র্যাব), বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ), নগর উন্নয়ন সাংবাদিক ফোরাম বাংলাদেশ (ইউডিজেএফবি) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন জবি মিডিয়া ক্লাব, ঢাকায় কর্মরত ঝালকাঠি জেলার সাংবাদিকদের সংগঠন ঝালকাঠি জেলা সাংবাদিক সমিতি ঢাকা, বরিশাল ডিভিশনাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিডিজেএ),বরিশাল বিভাগ সাংবাদিক সমিতিসহ বিভিন্ন সংগঠনের সদস্য। এছাড়া নেছারিয়া ক্লাব, কাঁচাবালিয়া নেছারিয়া হাফেজি মাদ্রাসা ও ইয়াতিমখানার পরিচালক (ঝালকাঠি সদর, ঝালকাঠি)।

এদিকে বিএসআরএফের  সভাপতি নির্বাচিত হয়েছেন প্রতিদিনের বাংলাদেশের বিশেষ প্রতিনিধি ফসিহ উদ্দীন মাহতাব। আর টানা দ্বিতীয়বারের মতো সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বার্তা সংস্থা ইউএনবির বিশেষ প্রতিনিধি মাসউদুল হক। সংগঠনটির সভাপতি পদে ফসিহ উদ্দীন মাহতাব ৮৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দৈনিক আলোর ঠিকানার মো. সিদ্দিকুর রহমান পেয়েছেন ৩০ ভোট। একই পদে ভোরের আকাশের উপদেষ্টা সম্পাদক মোতাহার হোসেন পেয়েছেন ২৭ ভোট।

সহ-সভাপতি পদে দৈনিক ইত্তেফাকের মুন্না রায়হান (এমএ জলিল মুন্না) বিনা প্রতিদ্বন্দ্বীতায় বিজয়ী হয়েছেন। 

সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন বার্তা সংস্থা ইউএনবির বিশেষ প্রতিনিধি মাসউদুল হক। তিনি পেয়েছেন ৭৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ভোরের ডাকের মোহাম্মদ আকতার হোসেন পেয়েছেন ৪৪ ভোট। এছাড়া সাধারণ সম্পাদক পদে মাসুদুর রহমান (রহমান মাসুদ) পেয়েছেন ২১ ভোট ও আমাদের নতুন সময়ের আনিসুর রহমান তপন পেয়েছেন ৬ ভোট।

যুগ্ম সাধারণ সম্পাদক পদে আমার বার্তার বিশেষ প্রতিনিধি মেহদী আজাদ মাসুম ৮৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহনা টেলিভিশনের মাইনুল হোসেন পিন্নু পেয়েছেন ৫৫ ভোট।

সাংগঠনিক সম্পাদক পদে ৮২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন আমাদের সময়ের তাওহীদুল ইসলাম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সমকালের মো. বাহরাম খান পেয়েছেন ৩৫ ভোট। এই পদের অপর প্রার্থী খবর সংযোগের মো. মোসকায়েত মাশরেক পেয়েছেন ২৭ ভোট।

অর্থ সম্পাদক পদে বিটিভির মো. শফিউল্লাহ সুমন, দপ্তর সম্পাদক পদে ঢাকাপোস্টের শাহাদাত হোসেন রাকিব, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে ডিবিসির বিজন কুমার দাস বিনা প্রতিদ্বন্দ্বীতায় বিজয়ী হন।

প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক পদে ৬৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আলোকিত বাংলাদেশের ফারুক আলম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দৈনিক ইনকিলাবের হাবিবুর রহমান (পঞ্চায়েত হাবিব) পেয়েছেন ৬৩ ভোট।

কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন-  সারাবাংলা ডটনেটের ঝর্ণা রায় ৮১ ভোট, আজকের পত্রিকার উবায়দুল্লাহ বাদল ৬৪ ভোট, যুগান্তরের মিজানুর রহমান চৌধুরী ৬২ ভোট, জনকণ্ঠের মাহমুদ আকাশ ৫৯ ভোট, মাই টিভির মো. রাকিব হাসান ৫৪ ভোট, ডেইলি অবজারভারের মহসীনুল করিম লেবু ৪০ ও আজকের পত্রিকার আয়নাল হোসেন ৩৯ ভোট।

নির্বাচন কমিশনের সদস্য হিসাবে দায়িত্ব পালন করেন দৈনিক জনকণ্ঠের বিশেষ সংবাদদাতা ও বিএসআরএফ-এর সভাপতি তপন বিশ্বাস ও দৈনিক সংবাদের ব্যবস্থাপনা সম্পাদক কাশেম হুমায়ুন। সহযোগিতা করেন জাগো নিউজের মাসুদ।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image