• ঢাকা
  • শনিবার, ২১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ০৪ মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

বিনামূল্যে বীজ-সার পেল ৪ হাজার কৃষক


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: বুধবার, ২৫ অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৪:২৮ পিএম
৪ হাজার কৃষক
বিনামূল্যে বীজ-সার পেল

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের গফরগাঁওয়ে  সরিষা, গম, ভূট্টা, সূর্যমূখী, চিনাবাদাম, শীতকালীন ফসলের আবাদ, উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে কৃষি প্রণোদনার বীজ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (২৫ অক্টোবর)  উপজেলা পরিষদ চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদফতরের বাস্তবায়নে বিনামূল্যে এ  বীজ ও সার বিতরণ অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গফরগাঁও উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আশরাফ উদ্দিন বাদল বিনামূল্যে বীজ ও সার বিতরণ করেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাতেমা জান্নাত, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ আতাউর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান রেশমা আক্তার, উপজেলা কৃষি অফিসার রকিব আল রানা, গফরগাঁও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমূল হক বিপ্লব ও দত্তেরবাজার ইউপি চেয়ারম্যান রোকসানা বেগম।

 উপজেলার ১৫টি ইউনিয়ন ও পৌরসভার তালিকাভুক্ত ৪ হাজার জন কৃষকের মধ্যে বিনামূল্যে ২০ কেজি সার ও ১ কেজি সরিষার বীজ প্রদান করা হয়। 

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image