• ঢাকা
  • বুধবার, ৮ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ; ২২ মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

ক্যাম্পে অস্ত্র ও গুলিসহ রোহিঙ্গা যুবক আটক


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১২:১৮ পিএম
ক্যাম্পে অস্ত্র ও গুলিসহ
রোহিঙ্গা যুবক আটক

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বলপূর্বক বাস্তুচ্যুত হয়ে আশ্রিত রোহিঙ্গা যুবককে অস্ত্র ও গুলিসহ আটক করেছে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সদস্যরা। 

শনিবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় ক্যাম্প-৮ ওয়েস্টে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সত্যতা নিশ্চিত করেন ১৪ এপিবিএন অধিনায়ক(অতিরিক্ত ডিআইজি) মো. ইকবাল। 

তিনি জানান, শনিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে ক্যাম্প-৮ ওয়েস্ট এর আই-১৮ ব্লকে অভিযান পরিচালনা করে আব্দুর রহমানের ছেলে মোহাম্মদ জুনায়েদ(১৯) কে গ্রেফতার করা হয়।গ্রেফতারের পর তল্লাশি করে ১টি ওয়ান শুটারগান,৭টি রিভলবারের গুলি, ৪টি শটগানের কার্তুজ,১৩টি ফায়ারকৃত রাইফেলের গুলি,১৯টি রাইফেলের গুলির খোসা উদ্ধার করা হয়।

গ্রেফতার রোহিঙ্গা যুবকের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান অতিরিক্ত ডিআইজি মো. ইকবাল।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image