
জাকির হোসেন: আজ বাদ জোহর জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় বাংলাদেশের খ্যাতিমান কার্টুনিস্ট ম্পঢাকা সাংবাদিক ইউনিয়নের সিনিয়র সহ-সভাপতি এমএ কুদ্দুস এর নামাজে জানাযা।
উল্লেখ্য যে, ১৫ জুলাই (শনিবার) সকাল ৬টার দিকে শাহীনবাগের নিজ বাসায় স্ট্রোক করে মারা যান তিনি। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
জানাযায় জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন ও সাধারণ সম্পাদক শ্যামল দত্তসহ সিনিয়র সাংবাদিক ডিইউজে বিএফইউজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এম এ কুদ্দুস সর্বশেষ দৈনিক সংবাদে কর্মরত ছিলেন। এর আগে তিনি দৈনিক ইত্তেফাকসহ আরও কয়েকটি জাতীয় দৈনিকে কাজ করেছেন।
তাঁর জন্মস্থান রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের মহাদেবপুর গ্রামে আজ বাদ মাগরিব জানাযা ও দাফন সম্পন্ন হবে।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: