
শফিকুল ইসলাম মিন্টু, গৌরীপুর (ময়মনসিংহ) সংবাদদাতা : ময়মনসিংহের গৌরীপুরে ২১কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে গৌরীপুর থানা পুলিশ। মঙ্গলবার (২৮মার্চ) গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মাহমুদুল হাসানের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে সিধলা ইউনিয়নের হাসনপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম মোঃ এরশাদুল হক (৩৫), সে উপজেলার সিধলা ইউনিয়নের হাসনপুর গ্রামের মৃত সুরুজ আলীর পুত্র।
গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওইদিন সকাল থেকেই এরশাদুলের বাড়ির পাশে উৎপেতে ছিলো পুলিশ। পুলিশের একটি চৌকস টীম এরশাদুলের বাড়িতে তল্লাশি চালিয়ে এরশাদুল হকের বাড়ির পিছনের বাঁশঝাড় থেকে ৭টি বান্ডেলে ২১ কেজি গাঁজা উদ্ধার ও তাকে আটক করে। জব্দকৃত গাঁজার বাজার মূল্য আনুমানিক ২ লাখ ১০ হাজার টাকা।
তিনি আরও জানান, এরশাদুল হক দুই বছর যাবত কুমিল্লা থেকে গাঁজা এনে ময়মনসিংহ-নেত্রকোনা জেলার বিভিন্ন উপজেলায় বিক্রি করতো। গ্রেফতারকৃত ব্যবসায়ীকে যথাযথ প্রক্রিয়ায় আদালতে সোপর্দ করা হবে।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: