
গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের গফরগাঁওয়ে শারদীয় দুর্গাপূজা যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবিদুর রহমান এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
প্রস্তুতিমূলক সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আশরাফ উদ্দিন বাদল, সহকারী কমিশনার (ভূমি) ফাতেমা জান্নাত, পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহাম্মদ, গফরগাঁও থানার পরিদর্শক আনোয়ার হোসেন,উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দিলীপ কুমার রায়, সাধারণ সম্পাদক অনিল রায়, সহ সাধারণ সম্পাদক মৃদুল সাহা চৌধুরী, উপজেলা হিন্দু ,বৌদ্ধ ও খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি শ্রী চিত্তরঞ্জন ঘোষ প্রমুখ। প্রস্তুতি সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবিদুর রহমান ধর্মীয় সম্প্রীতি সুরক্ষা করে সুন্দর ও শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপনের আহ্বান জানান।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: