• ঢাকা
  • মঙ্গলবার, ১৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ৩০ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

বিরামপুরে দোকান কর্মচারী ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত 


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: শনিবার, ২৯ অক্টোবর, ২০২২ খ্রিস্টাব্দ, ১২:২৬ পিএম
দোকান কর্মচারী ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন
সভাপতি পদে নুর আলম, সাধারণ সম্পাদক পদে আলমগীর হোসেন নির্বাচিত

রেজোওয়ান আলী, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুর বিরামপুর উপজেলায় দোকান কর্মচারী ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনে কার্যনির্বাহী পরিষদে মোট ৯টি পদের মধ্যে ৩টি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বাকি পদ গুলো বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে।

শুক্রবার (২৮ অক্টোবর) সকাল ৮টা থেকে আরম্ভ হয়ে বিকেল ৪ ঘটিকা পর্যন্ত বিরতীহিন ভাবে উৎফুল্ল মুখর পরিবেশে বিরামপুর সরকারি বালিকা বিদ্যালয়ে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছে। বিরামপুর উপজেলা দোকান কর্মচারী ইউনিয়নের মোট ভোটর সংখ্যা ছিল ১৪৮ জন। তন্মধে প্রাপ্ত ভোটের সংখ্যা ১৪৩ ও অনুপস্থিত ভোটার সংখ্যা ৫ জন। বিকেলে ভোট গণনা শেষে সভাপতি পদে নুর আলম আনারস প্রতীক নিয়ে ১১২ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আফজাল হোসেন চেয়ার প্রতীক নিয়ে ৩১ ভোট পেয়েছেন, অপরদিকে সাধারণ সম্পাদক পদে আলমগীর হোসেন ছাতা প্রতীক নিয়ে ১১৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মাহবুর হোসেন ফুটবল প্রতীক নিয়ে ৩১ ভোট পেয়েছেন এবং অর্থ সম্পাদক পদে রুহুল আমিন সরকার কাঁচি প্রতীক নিয়ে ৮৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল মতিন চশমা প্রতীক নিয়ে ৬০ ভোট পেয়েছেন। নির্বাচন কমিশনার এএসএম ফারুক এই ফলাফল ঘোষনা করেন।

এছাড়াও সহ-সম্পাদক মোসলেম উদ্দিন রেন্টু, সাংগঠনিক সম্পাদক সুমন আহম্মদ, সহ-সাংগঠনিক সম্পাদক বাবুল হোসেন, অর্থ সম্পাদক রহুল আমিন, দপ্তর সম্পাদক আরিফুল ইসলাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বিরামপুর উপজেলা দোকান কর্মচারী ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনের ভোট কেন্দ্রের সার্বিক তত্তাবধানে ছিলেন  প্রিজাইডিং জহুরুল ইসলাম, সহকারি প্রিজাইডিং আব্দুল জোব্বার ও শাহ আলম প্রমূখ। 

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image