• ঢাকা
  • শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৭ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

রাশিয়ার দখলে চলে গেছে সেভেরোদনেটস্ক শহর: ইউক্রেন


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: রবিবার, ২৬ জুন, ২০২২ খ্রিস্টাব্দ, ০৪:০৭ পিএম
বিবিসি অনলাইন এই খবর দিয়েছে। 
রাশিয়ার সেভেরোদনেটস্ক শহর

নিউজ ডেস্ক:   ইউক্রেনের একটি টেলিভিশনকে মেয়র অলেক্সান্ডার স্ট্রিউক বলেছেন, রাশিয়ান সেনারা সেভেরোদনেটস্কের পুরো দখল নিয়েছে। আরও বেশি প্রস্তুতি নিতে আমাদের সেনারা পিছু হটেছে। শনিবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি অনলাইন এই খবর দিয়েছে। 

কয়েক সপ্তাহের রাশিয়ান গোলার আঘাতে শহরটির বেশিরভাগ এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। অধিকাংশ বেসামরিক নাগরিক আজত কেমিক্যাল প্লান্টে আশ্রয় নিয়েছেন। এখন অলেক্সান্ডার স্ট্রিউক বলছেন, তাদেরকে সেখান থেকে সরাতে হলে রাশিয়ান সেনাদের দখলে থাকা এলাকা পেরিয়ে আসতে হবে। 

এদিকে রুশপন্থি বিদ্রোহীরা বলছেন, তারা লিসিচানস্ক শহরের দিকে এগিয়ে গেছেন। লিসিচানস্ক শহরটি সিভারস্কি ডোনেটস নদীর ওপারে সেভেরোদনেটস্কের ঠিক উল্টোদিকে অবস্থিত। তবে রুশপন্থি বিদ্রোহীদের এই দাবির বিষয়টি ইউক্রেনীয় কর্তৃপক্ষ নিশ্চিত করেনি। 

সেভেরোদনেটস্ক শহরে এক লাখ মানুষ বাস করতেন। তারা শহরটির রাস্তায় দুই পক্ষের তুমুল লড়াই দেখেছেন এবং বেশিরভাগ বাসিন্দা পালিয়ে গেছেন। 

ঢাকানিউজ২৪.কম /

আরো পড়ুন

banner image
banner image