• ঢাকা
  • মঙ্গলবার, ১৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ৩০ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

গাইবান্ধার অসহায় দরিদ্র শিক্ষার্থীদের বিদ্যানন্দ শিক্ষা বৃত্তি প্রদান


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, ০১:৪৭ পিএম
গাইবান্ধার
দরিদ্র শিক্ষার্থীদের বিদ্যানন্দ শিক্ষা বৃত্তি প্রদান

গাইবান্ধা থেকে আঃ খালেক মন্ডলঃ গাইবান্ধা সদর ও পলাশবাড়ি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দরিদ্র অসহায় শিক্ষার্থীদের মধ্যে স্বেচ্ছাসেবী ও দাতব্য সংস্থা বিদ্যানন্দ ফাউন্ডেশনের উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বুধবার শিক্ষা বৃত্তি প্রদান করা হয়। এই শিক্ষা বৃত্তি প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মো. অলিউর রহমান। 

বিদ্যানন্দের কার্যনির্বাহী সদস্য মো. জামাল উদ্দিনের সভাপতিত্বে শিক্ষা বৃত্তি প্রদান অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মিজানুর রহমান সৈকত, মো. মোবারক, হাসিব মিয়া প্রমুখ। অনুষ্ঠানে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মোট ১০০ জন দরিদ্র শিক্ষার্থীকে এককালীন সহায়তা হিসেবে প্রতিজনকে নগদ চার হাজার টাকা ও এক হাজার টাকার শিক্ষা উপকরণ সহ মোট পাঁচ লক্ষ টাকার সহায়তা দেওয়া হয়। মাধ্যমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিভিন্ন লেভেলে শিক্ষার্থীদের নির্বাচন করা হয়। শিক্ষা প্রসারের লক্ষ্যে প্রতি বছর বিদ্যানন্দ শিক্ষা বৃত্তি প্রদান করা হয়। এরই ধারাবাহিকতায় ২০২৩ সালে সারাদেশব্যাপী বিভিন্ন উপজেলায় কয়েক হাজার শিক্ষার্থীকে শিক্ষা বৃত্তি দেওয়া হবে। এর মধ্যে গাইবান্ধার দুটি উপজেলায় ১০০ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হলো।

প্রধান অতিথি জেলা প্রশাসক বলেন, জেলার দরিদ্র পরিবারের শিক্ষার্থীদের পড়াশোনা চালিয়ে নেয়ার জন্য বিদ্যানন্দ ফাউন্ডেশন যে কার্যক্রম হাতে নিয়েছে তা খুবই প্রশংসনীয়। তিনি শিক্ষার্থীদের মাদক ও সাইবার অপরাধ থেকে সচেতন হওয়ার কথা বলেন। এছাড়া স্মার্ট বাংলাদেশ গঠনে শিক্ষার্থীদের এগিয়ে আসারও আহবান জানান"

উল্লেখ্য, দেশ বিদেশে ভিন্নতর ও অভিনব সব আইডিয়া নিয়ে সেবামূলক কাজ করে ঢাকার এই বিদ্যানন্দ সংস্থাটি বেশ প্রশংসা কুড়িয়েছে। বিশেষ করে করোনাকালীন সময়ে কেউ যখন ভয়ে ঘর থেকে বের হচ্ছেনা তখন জীবনবাজি রেখে তখন থেকেই সাধারণ মানুষের মধ্যে ভালবাসা অর্জন করে নেয় এই প্রতিষ্ঠান। সমাজসেবায় তাদের অসামান্য সব অবদানের জন্য ২০২৩ সালে সরকার তাদের একুশে পদকে ভ‚ষিত করে। এছাড়াও ২০২২ সালে সমাজকল্যান মন্ত্রনালয় কতৃক জাতীয় মানবকল্যান পদক ও ২০২১ সালে বৃটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ কতৃক "কমনওয়েলথ পয়েন্টস অফ লাইট" পদকে ভ‚ষিত হয় এই স্বেচ্ছাসেবী সংস্থা।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image