
সোহানুর রহমান সোহান, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরবে পুলিশের উপর হামলা চালিয়ে ও মারধোর করে সাজাপ্রাপ্ত আসামি ছিনিয়ে নিয়ে গেছে স্বজনরা।
এ সময় হামলায় এ এসআই নাছিরসহ ৩ পুলিশ সদস্য আহত হয়েছে পরে খবর পেয়ে অতিরিক্ত পুলিশ গিয়ে আহতদের উদ্ধার করে। এ সময় ৪ জনকে আটক করে পুলিশ। একই দিন রাতে কুলিয়ারচরে মাদক ব্যবসায়ীদের হামলায় পুলিশ কনষ্টেবল বাছেদ আহত হয়েছে। পরে তাকে কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।
এ সময় মাদক ব্যবসায়ী মনোহরপুর গ্রামের মনিরুজ্জামান (৩২) পিতা কামাল খান ও পশ্চিম তারা কান্দি গ্রামের এমাদ মিয়ার পুত্র নাইম মিয়া (২৫)। কে ৫২ পিছ ইয়াবা ৫শ এমএল বিদেশী মদ ও ২ টি ষ্টিলের ধারালো চাকুসহ গ্রেফতার করা হয়। এ সময় তাদের ব্যবহৃত মোটরসাইকেল জব্দ করা হয়। এ ঘটনায় এসআই মাহবুবুর রহমান বাদী হয়ে পুলিশের উপর হামলা ও মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে সোমবার দুপুরে কিশোরগঞ্জ জেল হাজতে প্রেরণ করেছে।
পুলিশ জানায়, রোববার রাতে বাজরা বাজার- ডুমরাকান্দা সড়কে পুলিশ চেকপোষ্ট বসিয়ে তল্লাশি কালে গ্রেফতারকৃতদর দেহ তল্রাশীকালে তারা মোটরসাইকেল থেকে নেমে আকস্মিকভাবে ধারালো চাকু দিয়ে কুপিয়ে কনষ্টবল বাছেদকে আহত করে।এদিকে রাত ২ টার দিকে ভৈরবের গোছামারা থেকে যৌতুক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি সাদ্দাম কে গ্রেফতার করে নিয়ে আসার সময় স্বজনরা পুলিশের উপর হামলা চালিয়ে আসামী ছিনিয়ে নেয়। এ সময় হামলায় এএসআই নাছির উদ্দীন ও আজাদ কবিরসহ ৩ কনষ্টেবল আহত হয়।
পরে খবর পেয়ে অতিরিক্ত পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা দেয়া হয়েছে। এ ঘটনায় ৪ জনকে আটক করেছে পুলিশ। এ বিষযে ভৈরব থানার পরিদর্শক ( তদন্ত) শাহআলম মোল্লা ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: