• ঢাকা
  • শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৭ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

সমুদ্রসীমা, ছিটমহল সমস্যার মীমাংসা প্রধানমন্ত্রীর হাতেই হয়েছে: তথ্যমন্ত্রী


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০২২ খ্রিস্টাব্দ, ০৪:২০ পিএম
সমুদ্রসীমা, ছিটমহল সমস্যার মীমাংসা প্রধানমন্ত্রী
তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ

নিউজ ডেস্ক : আওয়ামী লীগ সরকারের হাত ধরেই ভারতের কাছ থেকে সবচেয়ে বেশি আদায় করা হয়েছে বলেছেন, তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। সমুদ্রসীমা, ছিটমহল সমস্যার মীমাংসা আমাদের প্রধানমন্ত্রীর হাত ধরেই হয়েছে।

তিনি বলেন, তিস্তা চুক্তি না হওয়ার পেছনে বাধা ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কারণে। আশা করছি অচিরেই এ চুক্তিও বাস্তবায়ন হবে। কুশিয়ারা নদীর পানি নিয়ে যে চুক্তি হয়েছে এটি আমাদের বড় অর্জন।

রোববার দুপুরে জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি শেষে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর অত্যন্ত ফলপ্রসূ ও সফল হয়েছে। এ সফরের অন্যতম সফলতা ভারতের স্থলভাগ ব্যবহার করে তৃতীয় দেশে বিনাশুল্কে পণ্য রফতানির চুক্তি বাস্তবায়ন।

তিনি আরও বলেন, বহুদিন আলাপ আলোচনার পর এই সফরে তৃতীয় দেশে বিনাশুল্কে পণ্য রফতানির চুক্তি বাস্তবায়ন হয়েছে। এতে চট্টগ্রাম ও মোংলা বন্দর ব্যবহার করে নেপাল ও ভুটান পণ্য আমদানি-রফতানি করতে পারবে। এটিও আমাদের জন্য একটি বড় অর্জন।

এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, সাবেক সভাপতি সাইফুল আলম প্রমুখ।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image