
মোঃ জালাল উদ্দিন মন্ডল, নান্দাইল প্রতিনিধিঃ ময়মনসিংহের উপজেলা নান্দাইলের তাড়াইল নান্দাইল সড়কে সড়ক দূর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন এক অজ্ঞাত নারীর ( ৬৫) এর মৃত্যু হয়েছে।
শনিবার ( ৩ জুন) সকালবেলা তাড়াইল নান্দাইল সড়ক সংলগ্ন শিমুুলতলা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পথচারী ও বাজার ব্যবসায়ীরা জানান , রাস্তা পার হতে গিয়ে হয়ত অজ্ঞাত গাড়ির চাপায় এই নারীর মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
বাজারের ব্যবসায়ীরা আরো জানান, ঘটনার দিনের আগের রাতেও এই মহিলাকে বাজারের আশপাশে ঘুরা ফেরা করতে দেখা গেছে । তার নাম পরিচয় এখনো জানা সম্ভব হয়নি।
নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ রাশেদুজ্জামান জানান,লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে এবং নিহতের পরিচয় সনাক্তকরণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: