
মো:জহিরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি পাগলা কুকুর এক রাতে শহরে ৩৮ জন মানুষ কামড় দিয়েছে। পুরো শহরজুড়ে কুকুর আতংক।
শিশু, বয়স্ক পথচারীদের পাগলা কুকুর কামড়িয়ে আহত করেছে। কুকুরের কামড় খেয়ে সবাই শ্রীমঙ্গল স্বাস্থ্য কমপ্লেক্স গিয়ে চিকিৎসা নিয়েছেন। ২৮ অক্টোবর, শুক্রবার বিকাল থেকে রাত ৯ টা পর্যন্ত ৩৮ জনকে কুকুর কামড়িয়ে আহত করেছে।
উপজেলার বিভিন্ন এলাকা থেকে শ্রীমঙ্গল শহরের মানুষকে পাগলা কুকুর কামড় দিচ্ছে বলে জানিয়েছেন উপজেলা প্রানিসম্পদ অফিস। স্বাস্থ্য কমপ্লেক্স থেকে জানানো হয়, এ পর্যন্ত কুকুরের কামড় খেয়ে ৩৮ জন শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা নিয়েছে।
ওই পাগল কুকুরকে আটক করতে শুক্রবার রাতেই উপজেলা প্রানীসম্পদ ও স্বাস্থ বিভাগ শহরে অভিযান করছে । কুকুর থেকে সাবধান থাকতে শহরে মাইকিং অব্যাহত রয়েছে।
কুকুরের আতংকে শহরের লোকজন রাতের বেলায় হাতে লাঠি নিয়ে ঘোরাফেরা করছে।
এপর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন যারা- খাইছড়া চা বাগানের লক্ষী তাতী (৮) ভাড়াউড়া চা বাগানের রাত্রী উন্নেসা (২৮), সবুজ বাগের শ্রাবন (৬), গোলগাও এলাকার মোফাজ্জল (১৩), লাহার পুর এলাকার খোকন দেব নাথ (৫০), রাধানগরের স্বপনা বেগম (৪০),পশ্চিম ভাড়াউড়ার ইদ্রিস মিয়া (২৫), রুপসপুরের শুভাস সুত্রধর (৫০), গদারবাজারের নশাই মিয়া (৪৫), কালিঘাট রোডের রবেল দাশ (২৭) উত্তরসুর এলাকার রিহাব মিয়া (১৪), মিশন রোড এলাকার বিজয় দেবনাথ(১০), মুসলিম বাগ এলাকার আল আমিন (১২), সাগরদিঘি রোডের তৃষনা ঋষি (৭), মাস্টার পাড়ার আদিত্য দেব (৭), মিশন রোড এলাকার রিহান (৬), রাজু (২৫), আব্দুর রহমান (২৫), লালবাগ এলাকার আব্দুল আল শরীফ (৬), পশিম ভাড়াউড়ার সিয়াম( ১২) সহ আরোও অনেকেই ।
এই ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক ভাবে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সাজ্জাদ হোসেন চৌধুরী শহরের বিভিন্ন এলাকায় নিজেই মাইকিং করতে নেমে যান। আহত ব্যক্তিদের চিকিৎসা নিতে আহবান জানান। সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. রেদোয়ান আহসান উল্লাহ বলেন , কুকুরের কামড়ে আক্রান্ত রোগীদের আমরা প্রাথমিক চিকিৎসা দিয়েছি। প্রত্যেককে মৌলভীবাজার সদর হাসপাতালে বিনামূল্যে জলাতঙ্ক রোধের টিকা দেয়ার জন্য পাঠানো হয়েছে।
শ্রীমঙ্গল উপজেলা প্রানিসম্পদ কর্মকর্তা ডা. কর্ণ চন্দ্র মল্লিক বলেন, একটি কুকুরই শহরের অনেকেই কামড় দিয়েছে । সম্ভবত কুকুরটি পাগল। সবাইকে সাবধানে থাকার জন্য মাইকিং করা হচ্ছে।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: