• ঢাকা
  • সোমবার, ১৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৯ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

গাইবান্ধায় সাউথ এশিয়ান জুনিয়র টেবিল টেনিস টুর্নামেন্ট পদক অর্জন 


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: সোমবার, ০৩ জুলাই, ২০২৩ খ্রিস্টাব্দ, ০২:০৪ পিএম
গাইবান্ধায় সাউথ এশিয়ান
জুনিয়র টেবিল টেনিস টুর্নামেন্ট পদক অর্জন 

গাইবান্ধা থেকে আঃ খালেক মন্ডলঃ ভারতে অনুষ্ঠিত সাউথ এশিয়ান জুনিয়র টেবিল টেনিস-২০২৩ টুর্নামেন্টে বাংলাদেশ জাতীয় দলের হয়ে অংশগ্রহণ করে ‘দলগত’ ও ‘মিক্স ডাবল’ এ দু’টি ইভেন্টে ‘ব্রোঞ্জ পদক’ অর্জন করেছে। এ উপলক্ষে গাইবান্ধা কিশলয় শিশু-কিশোর প্রতিষ্ঠান ও কিশলয় ক্রীড়া চক্রের পক্ষ থেকে মুশরাত জাহান সিগমাকে সংবর্ধনা প্রদান করা হয়।

শনিবার রাতে সংগঠন কার্যালয়ের পূর্বপাড়া অস্থায়ী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাইবান্ধার স্বেচ্ছাসেবী সংগঠন গণ উন্নয়ন কেন্দ্রের নির্বাহী পরিচালক এম. আবদুস সালাম।

পৌর কাউন্সিলর ও কিশলয় ক্রীড়া চক্রের সাধারণ সম্পাদক শেখ সর্দার মো. আসাদুজ্জামান হাসুর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মাহমুদুল হক শাহজাদা, সাংবাদিক সাহিত্যিক অমিতাভ দাস হিমুন, অধ্যাপক কাজী জিয়াউল হাফিজ, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের জেলা সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন সরকার, নওশাদ আলী, গৌরাঙ্গ, শাওন হাসান প্রমুখ। 

শেষে কিশলয় ক্রীড়া চক্রের প্রতিষ্ঠাতা সভাপতি রহমত আলী খানের ছেলে বরকত আলী খানের পক্ষ থেকে সিগমাকে নগদ অর্থ প্রদান করা হয়। 

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image