
নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা জানিয়েছেন, বাংলাদেশ-ভারতের মধ্যকার বাণিজ্য বিগত পাঁচ বছরে ৭ বিলিয়ন ডলার থেকে ১৪ বিলিয়ন ডলারে উন্নীত হয়েছে।
রাজধানীর গুলশান ক্লাবে বুধবার (৪ অক্টোবর) অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশের (আইবিএফবি) বার্ষিক সম্মেলনে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, ‘বেনাপোল বন্দরের অবকাঠামো উন্নয়ন করা হচ্ছে এবং নতুন কার্গো তৈরি করা হচ্ছে, যা বাণিজ্য বৃদ্ধিতে সহযোগিতা করবে। তা ছাড়া আমরা নর্থ ইস্ট ইন্ডিয়া উন্নয়ন করছি।’
ভারতীয় হাইকমিশনার বলেন, গত পাঁচ বছরে বাংলাদেশ-ভারতের মধ্যকার বাণিজ্য ৭ বিলিয়ন ডলার থেকে ১৪ বিলিয়ন ডলারে উন্নীত হয়েছে। ভারতীয় রুপিতে মূল্য পরিশোধের সুবিধা উভয় দেশের মধ্যে বাণিজ্য সামনের দিনে বাড়বে বলে বিশ্বাস করি।
ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশের অর্থনৈতিকভাবে লাভবান হওয়ার সুযোগ রয়েছে বলে মনে করেন প্রণয় ভার্মা।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: