• ঢাকা
  • শনিবার, ২০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ০৪ মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

২৮ তারিখ রাজপথ আওয়ামী লীগের দখলে থাকবে : তথ্যমন্ত্রী


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: রবিবার, ২২ অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৪:৫১ পিএম
রাজপথ আওয়ামী লীগের দখলে থাকবে
তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ

নিউজ ডেস্ক : তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ, আমরা রাজপথে আছি, রাজপথেই থাকবো। ২৮ তারিখেও রাজপথ আওয়ামী লীগের দখলে থাকবে। আওয়ামী লীগ রাজপথের দল। 

রোববার (২২ অক্টোবর) সচিবালয়ে ‘বঙ্গবন্ধু সমগ্র’ গ্রন্থের মোড়ক উন্মোচন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপে এ কথা বলেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, বিএনপি মহাসমাবেশ, ছোট সমাবেশ, মাঝারি সমাবেশ করে। হাঁটা কর্মসূচি, দৌড় কর্মসূচি, বসা কর্মসূচি দেয়। ভবিষ্যতে হয়তো হামাগুঁড়ি কর্মসূচিও দেবে। এগুলো নিয়ে আমরা কখনোই চাপ অনুভব করিনি।

তিনি আরও বলেন, ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশের দিন রাজপথ আওয়ামী লীগের দখলে থাকবে।

ড. হাছান মাহমুদ বলেন, বিএনপি পাকিস্তানপন্থীদের নিয়ে দল গঠন করেছিল। তাই তারা বাংলাদেশ নিয়ে স্বপ্ন দেখতে পারে না। যখন দেশ নিয়ে প্রশংসায় ভাসে বিশ্ব, তখন বিএনপি বলে ভিন্ন কথা।

আওয়ামী লীগের এ যুগ্ম সাধারণ সম্পাদক ব‌লেন, এক সময় দেশে খাদ্য ঘাটতি ছিল। তখন জনসংখ্যা ছিল সাড়ে ৫ কোটি। এখন সাড়ে ১৭ কোটি জনসংখ্যা। তবু আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। মাথাপিছু আয় ভারতকে ছাড়িয়েছে বাংলাদেশ। মানব উন্নয়ন সূচক, সামাজিক সূচক, অর্থনৈতিক সূচকসহ সব সূচকে আমরা পাকিস্তানকে পেছনে ফেলেছি। এসব অর্জন বিএনপি পছন্দ হয় না।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image