
বখতিয়ার রহমান, পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি : রংপুরের পীরগঞ্জে ছোট ভাইয়ের হাতে বড় ভাই নিহত হয়েছে। গত মঙ্গলবার দিবাগত রাতে পীরগঞ্জ উপজেলা সদরের বৈরাগী পাড়ায় পারিবারিক কলহের জের ধরে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়,উপজেলা সদরের প্রজাপাড়া গ্রামের বাসীন্দা মৃত্য আব্দুর রহমান মেম্বর (গাটো রহমান) এর পুত্র হেলাল মিয়া (৪০) একটি মামলায় গত মঙ্গলবার জেল থেকে জামিনে ছাড়া পেয়ে বিকালে আংরার ব্রীজ সংলগ্ন বৈরাগীপাড়াস্থ নিজ বাড়িতে আসে।
পরবর্তিতে সন্ধ্যার পর ছোট ভাই মাহাবুলের সাথে পারিবারিক কলহের জের ধরে এক পর্যায়ে মাহাবুল একটি ধারালো বেকী দিয়ে হেলালের বুকে কোপ দেয়। এতে ঘটনাস্থলেই হেলাল নিহত হয়। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: