আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি : নতুন শিক্ষাক্রম -২০২৩ বাস্তবায়নে প্রতিবন্ধকতা ও ভ্রান্ত ধারণা নিরসনে অভিভাবকদের সাথে মতবিনিময় সভা পঞ্চগড়ের আটোয়ারীতে অনুষ্ঠিত হয়েছে। আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যায়ের আয়োজনে মঙ্গলবার (৩১ অক্টোবর) বেলা ১১ টা থেকে বেলা ২ টা পর্যন্ত এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় বিদ্যালয় চত্বরে।
সভায় প্রধান শিক্ষক মোঃ আব্দুল কুদ্দুশ সভাপতিত্ব করেন এবং স্বাগত বক্তব্য রাখেন। শরীর চর্চা শিক্ষক জরিফ হোসেন চৌধুরীর সঞ্চালনায় নতুন শিক্ষাক্রমের ভ্রান্ত ধারণা নিরসনে উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম প্রধান অতিথির গুরুত্বপুর্ণ বক্তব্য রাখেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার লুৎফুল কবির মোঃ কামরুল হাসান, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার জাহেদুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার রেজাউন নবী রাজা।
আরো বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক খাদেমুল ইসলাম, সহকারী শিক্ষক নজরুল ইসলাম, তারা মোহন বর্মন। অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন, আব্দুল মান্নান সরকার, নুরুল্লাহ প্রমুখ। প্রধান অতিথি বলেন, নির্বাচনকে সামনে রেখে কোন ইস্যু না পেয়ে এটাকে ইস্যু বানানোর চেষ্টা করছেন । রাজনৈতিক একটি প্রতিপক্ষের এতে ইন্ধন আছে।
এছাড়াও যে সমস্ত শিক্ষক কোচিং বাণিজ্যের সাথে জড়িত তারাও নতুন শিক্ষাক্রমের বিরোধিতা করছে। কারণ ওই শিক্ষকরা অতিরিক্ত আয় থেকে বঞ্চিত হচ্ছে। বিশেষ অতিথি বলেন, শিক্ষার্থীরা এখন আগের চেয়ে অনেক বেশী পড়বে, নিজেরা সক্রিয়ভাবে পড়বে,শিখবে। দলগত কাজ করে আবার তা নিজেরাই উপস্থাপন করবে, শুধু জ্ঞান নয় দক্ষতাও অর্জন করবে। আর মূল্যায়ন হবে প্রতিটি কাজের।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: