
বরিশাল প্রতিনিধিঃ বরিশালে অশ্বিনী কুমার টাউন হলের সামনে দক্ষিণ জেলা যুবদল বিক্ষোভ সমাবেশ করেছে।
১৭ আগষ্ট সকাল ১০ টায় এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিভাগীয় সহ- সভাপতি এডভোকেট এইচ এম তসলিম উদ্দিনের নেতৃত্বে বিক্ষোভ সমাবেশ আরো উপস্থিত ছিলেন উওর জেলা যুবদলের সদস্য সচিব গোলাম মোর্শেদ মাসুদ, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক এডভোকেট হাফিজ উদ্দিন।
পরে সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসর রহমান, জেলা যুবদলের সভাপতি মামুন রেজা খানসহ সকল আটক কৃত নেতা কর্মীদের মুক্তির দাবীতে সকাল ১১টায় অশ্বিনী কুমার হলের সামনে এক মানববন্ধন কর্মসূচি পালন করে দক্ষিণ জেলা বিএনপি।
এতে সভাপতিত্ব করেন জেলা দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবুল হোসেন খান। মানববন্ধনে বক্তব্য রাখেন দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবুল কালাম শাহীন, বাকেরগঞ্জ উপজেলার সদস্য সচিব নাসির হাওলাদার, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল ইসলাম।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: