
ডেস্ক রিপোর্ট : একাত্তরে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক ২ আসামিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটলিয়ন (র্যাব)। তারা হলেন আব্দুল ওয়াহেদ মন্ডল ও তার ভাই জাছিজার রহমান খোকা। দুই জনই জামিন পাওয়া পলাতক আসামি।
শুক্রবার র্যাবের মিডিয়া সেন্টারে এক ব্রিফিংয়ে কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন গণমাধ্যমকে জানান, গতকাল বৃহস্পতিবার রাতে তাদের গ্রেফতার করা হয়।
তিনি বলেন, র্যাব-৩ এর একটি দল মুগদা থেকে ওয়াহেদকে এবং র্যাব-২ এর আরেকটি দল মোহাম্মদপুর থেকে খোকাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার এড়াতে এতদিন ধরে তারা ঘন ঘন অবস্থান পরিবর্তন করে আসছিলেন।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ত্যথ অনুযায়ী, গ্রেপ্তার ২ জন হত্যা, অপহরণ, আটক, নির্যাতন, অগ্নিসংযোগ ও লুটপাটের চারটি ঘটনায় জড়িত ছিল। একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে ২০১৯ সালের ১৫ অক্টোবর এই ২ জনসহ গাইবান্ধার ৫ জনকে মৃত্যুদণ্ড দেন আদালত।
ঢাকানিউজ২৪.কম / এম আর
আপনার মতামত লিখুন: