• ঢাকা
  • সোমবার, ২২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ০৬ মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

পাকিস্তানে লেফটেন্যান্ট জেনারেলসহ কয়েকজন বরখাস্ত


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: মঙ্গলবার, ২৭ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, ১০:৪৭ পিএম
যাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে
লেফটেন্যান্ট জেনারেলসহ কয়েকজন বরখাস্ত

নিউজ ডেস্ক:  পাকিস্তানে গত ৯ মে তাণ্ডবের ঘটনায় সেনাবাহিনীর একজন লেফটেন্যান্ট জেনারেলসহ বেশ কয়েকজন কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। সোমবার এক সংবাদ সম্মেলনে দেশটির ইন্টার সার্ভিস পাবলিক রিলেশনস এর (আইএসপিআর) পরিচালক এই তথ্য জানান। খবর ডনের।

সংবাদ সম্মেলনে আইএসপিআর জেনারেল বলেন, যাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে তাদের মধ্যে তিনজন মেজর জেনারেল এবং সাতজন বিগ্রেডিয়ার জেনারেল রয়েছে। ঘটনায় জড়িত ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাদের পরিবারের একাধিক সদস্যকে গ্রেফতার করা হয়েছে বলেও জানান তিনি।

সোমবার সংবাদ সম্মেলনে আইএসপিআর পরিচালক বলেন,  ৯ মের ঘটনা চরম হতাশাজনক এবং নিন্দনীয়। পাকিস্তানের ইতিহাসে এটা কালো অধ্যায়। শত্রুরা বিগত ৭৬ বছর যাবত যা করতে পারেনি, কিছু দুর্বৃত্ত তাই করেছে। এই ঘটনাকে পাকিস্তানের বিরুদ্ধে ষড়যন্ত্র বলে উল্লেখ করেন তিনি।

তিনি আরও বলেন, ‘সামরিক স্থাপনা রক্ষা করতে ব্যর্থ হওয়ায় তাদের বিরুদ্ধে শাস্তিমূলক এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’

উল্লেখ্য, পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের গ্রেফতারকে কেন্দ্র করে তার সমর্থকরা গত ৯ মে ব্যাপক বিক্ষোভ করে। বিক্ষোভ থেকে সেনাবাহিনীর  একজন ঊর্ধ্বতন কর্মকর্তার বাড়িতে তাণ্ডব চালানো হয়।

ঢাকানিউজ২৪.কম /

আরো পড়ুন

banner image
banner image