
লক্ষ্মীপুর প্রতিনিধি : বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সাবেক নিরাপত্তা প্রধান লে: কর্নেল (অব.) আবদুল মজিদ ইন্তেকাল করেছেন। সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নি:শ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বুধবার (১১ অক্টোবর) বাংলাদেশ সময় রাত ২টা ১০ মিনিটে ইন্তেকাল করেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সাবেক নিরাপত্তা প্রধান লে: কর্নেল (অব.) আবদুল মজিদ। তার গ্রামের বাড়ি লক্ষ্মীপুরের রায়পুর।
শুক্রবার (১৩ অক্টোবর) লক্ষ্মীপুরে গ্রামের বাড়িতে নামাজে জানাজা শেষে পারিবারিক করবস্থানে তাকে দাফন করা হবে।
আবদুল মজিদের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি এক শোকবার্তায় মরহুমের শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন এবং তার বিদেহি আত্মার মাগফিরাত কামনা করেছেন।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: