
নিউজ ডেস্ক : দীর্ঘ সাড়ে ১১ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ রেল লাইনে ট্রেন চলাচল শুরু হয়েছে। সোমবার সকাল সাড়ে ৮টার দিকে ট্রেন চলাচল শুরু হয়।
রেলওয়ে ময়মনসিংহের উর্ধতন উপ-সহকারী প্রকৌশলী মো. নাজমুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, রোববার (২০ আগষ্ট) রাতে জামালপুর থেকে ছেড়ে আসা অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনটি ময়মনসিংহ স্টেশন থেকে রাত ৮টা ৭ মিনিটে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। ত্রিশালের ফাতেমা নগর এলাকায় রাত পৌনে ৯টার দিকে ট্রেনের ৩টি বগি লাইনচ্যুত হয়।
ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনটি আটকা পড়ে ময়মনসিংহ জংশনে এবং ময়মনসিংহ-ঢাকা রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। সোমবার সকাল সাড়ে ৮টার দিকে লাইন মেরামত করেন রেলওয়ের কর্মীরা। ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল এখন স্বাভাবিক।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: