
নিউজ ডেস্ক: আফগানিস্তানের হেরাত প্রদেশে শনিবারের ভূমিকম্পে অন্তত দুই হাজার লোকের মৃত্যু হয়েছে। প্রদেশটিতে চারবার ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৬.৩।
তালেবান সরকারের মুখপাত্র মৃতের এই সংখ্যা নিশ্চিত করেছে। দেশটির তথ্য ও সংস্কৃতি মন্ত্রকের মুখপাত্র আবদুল ওয়াহিদ রায়ান বলেছেন যে হেরাতে ভূমিকম্পে মৃতের সংখ্যা প্রাথমিকভাবে যা বলা হয়েছে বাস্তবে তার থেকে বেশি।
অবিলম্বে সাহায্যের আবেদন জানিয়ে তিনি বলেন, প্রায় ছয়টি গ্রাম ধ্বংস হয়ে গেছে এবং শত শত বেসামরিক মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে।
জাতিসংঘের মানবিক কার্যালয় জানানো হয়, ৪৬৫টি বাড়ি ধ্বংস হয়েছে এবং ১৩৫টি ক্ষতিগ্রস্ত হয়েছে। হেরাতের স্থানীয় কর্মকর্তারা অনুমান ধসে পড়া ভবনের নিচে কিছু লোক আটকে থাকাতে পারে।
অনুসন্ধান ও উদ্ধার অভিযান অব্যাহত থাকায় হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে জানিয়েছে জাতিসংঘের একটি সুত্র।
ঢাকানিউজ২৪.কম / এসডি
আপনার মতামত লিখুন: