
ফটিকছড়ি প্রতিনিধি: ৫ অক্টোবর ফটিকছড়ি পৌর সদর বিবিরহাট বাজারে অবৈধ দখল মুক্ত করতে অভিযানে নেমেছেন মেযর ইসমাইল হোসেন। বুধবার (৪ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত বাজারের মুল সড়ক ও গলি সমুহে তিনি অবৈধ উচ্ছেদ চালান।
এ সময় বাজারের সবকটি সড়ক ও গলিতে স্থাপিত বর্ধিত অংশ ছেড়ে দিতে ব্যবসায়ীদের প্রতি আহবান জানান মেয়র।
এ সময় ব্যবসায়ীদের অনেকে মেয়রের আহবানে সাড়া দিয়ে দোকানের সন্মুখভাগের অতিরিক্ত ছাউনি খুলে ফেলার পাশাপাশি অবৈধ জায়গা ছেড়ে দেন। তবে জিনিসপত্র সরাতে অনেক সময় চেয়েছেন বলে জানাগেছে।
এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার অধিকাংশ কাউন্সিলর ছাড়াও বনিক কল্যাণ সমিতির নেতৃবৃন্দ।
এ বিষয়ে মেয়র ইসমাইল হোসেন বলেন বাজারের সবকটি সড়ক ও গলি এক শ্রেনীর দোকানদার অবৈধভাবে দখলে নিয়ে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করছেন। ক্রেতা সাধারণ যাতে সাচ্ছন্দ্যে বাজার করতে পারে সেজন্য অবৈধ দখল মুক্ত করা হচ্ছে। বাজারের সৌন্দর্য্য সৃষ্টিতে নো কম্প্রোমাইজ উল্লেখ করে মেয়র আরো বলেন আইন সবার জন্য সমান।
উল্লেখ্য দীর্ঘদিন ধরে ফটিকছড়ি পৌর সদর বিবিরহাট বাজারের মুল সড়ক ও গলির জায়গা অবৈধভাবে দখল নিয়ে ব্যবসা পরিচালনা করে আসছিল এক শ্রেণীর দোকানদার। যার ফলে বাজারে হাটাচলায় দায় হয়ে পড়েছিল। এ নিয়ে গণমাধ্যম একাধিকবার সংবাদ প্রকাশিত হয়েছিল।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: