মুর্শেদ আলম খান, মুক্তাগাছা (ময়মনসিংহ) সংবাদদাতা : মুক্তাগাছায় গ্রামীণ ব্যাংকের তারাটি শাখার উদ্যোগে প্রায় ১২ হাজার বিভিন্ন জাতের গাছের চারা বিতরণ করা হয়েছে।
ব্যাংকটির প্রধান কার্যালয়ের ঘোষণা অনুযায়ী ২০২৩ সালের গাছের চারা লাগানোর বিশেষ দিবসে বৃক্ষরোপন কর্মসূচির অংশ হিসেবে এসব চারা বিতরণ করা হয়। ব্যাংকের বিভিন্ন কেন্দ্রে কেন্দ্র প্রধানগণ বৈঠকের মধ্য দিয়ে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করেন।
বুধবার ও মঙ্গলবার তারাটি শাখায় সুবিধাভোগীদের হাতে গাছের চারা তুলে দেন গ্রামীণ ব্যাংকের এরিয়া ম্যানেজার অসীত কুমার ভৌমিক ও তারাটি শাখার শাখা ব্যবস্থাপক মরিয়ম বেগম। এসময় গ্রামীণ ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারী ও এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ব্যাংকটির তারাটি শাখার উদ্যোগে ১১ হাজার ৮৬৭টি চারা বিতরণ করা হয়। বৃক্ষরোপনের মাধ্যমে পরিবেশ রক্ষা ও প্রান্তিক মানুষের ফলের চাহিদা মেটানোর লক্ষ নিয়ে ব্যাংকটির পক্ষ থেকে সারা দেশেই চলতি মৌসুমি গাছের চারা বিতরণ করা হচ্ছে বলে ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: