
জামালপুর প্রতিনিধি : বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে জামালপুরে অনশন করেছে জেলা বিএনপি। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে আজ সকাল থেকে শহরের স্টেশন রোডের দলীয় কার্যালয়ের সামনে অনশন করে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীমের সভাপতিত্বে এসময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট ওয়ারেছ আলী মামুনসহ স্থানীয় বিএনপির নেতারা বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, অবিলম্বে বেগম খালেদা জিয়ার বিদেশে উন্নত চিকিৎসা নিশ্চিত করতে হবে এবং বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে যে এক দফার আন্দোলন চলছে দাবি আদায় না হওয়া পর্যন্ত তা চলমান থাকবে।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: