
নিউজ ডেস্ক : ভারতীয় জনতা পার্টির (বিজেপি)'র আমন্ত্রণে ৩ দিনের ভারত সফরে গেছেন আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল।
রোববার (০৬ আগস্ট) বিকেল ৫ টার ফ্লাইটে আওয়ামী লীগের পাঁচ সদস্যের দলটি ভারতের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন।
ভারত সফরে প্রতিনিধিদলের নেতৃত্বে রয়েছেন দলের সভাপতিমন্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন, দলের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী, কার্যনির্বাহী সদস্য মেরিনা জাহান ও সংরক্ষিত আসনের সংসদ সদস্য অ্যারোমা দত্ত।
ঢাকানিউজ২৪.কম / জেডএস
আপনার মতামত লিখুন: