
নিউজ ডেস্ক: সব মন্ত্রণালয় ও বিভাগের জন্য চলতি ২০২২-২৩ অর্থবছরের অর্থ ছাড় (অবমুক্তি) ও বিল দাখিলের সময়সীমা বাড়ানো হয়েছে। পরিচালন ও উন্নয়ন বাজেটের আওতায় অর্থ অবমুক্তি ও বিল দাখিলের সময় বাড়িয়ে একটি পরিপত্র জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ।
আর্থিক খাতে শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে এ নির্দেশনা জারি করার কথা উল্লেখ করে পরিপত্রে বলা হয়, পরিচালন ও উন্নয়ন বাজেটের আওতায় অর্থ ছাড়ের সময়সীমা ১২ জুন থেকে বাড়িয়ে ১৮ জুন করা হয়েছে। পরিচালন ও উন্নয়ন উভয় খাতে নতুন ব্যয় বিল দাখিলের সময়সীমা ১৪ জুন থেকে বাড়িয়ে ২২ জুন করা হয়।
পরিপত্রে মন্ত্রণালয় ও বিভাগগুলোকে পরিচালন ও উন্নয়ন উভয় খাতে ফেরত বিল দাখিলের সময়সীমা ২০ জুনের পরিবর্তে ২৫ জুন নির্ধারণ করা হয়েছে আর বিল নিষ্পত্তি ও চেক ইস্যুর সর্বশেষ তারিখ ২৫ জুন অপরিবর্তিত রাখা হয়েছে। তবে বেতন-ভাতাসংক্রান্ত বিল এ সময়সীমার আওতামুক্ত থাকবে। পরিচালন ও উন্নয়ন খাতের অর্থ অবমুক্তি, ব্যয় বিল দাখিল ও চেক ইস্যুর সময়সীমা কোনোক্রমেই আর বাড়ানো হবে না বলেও পরিপত্রে উল্লেখ করা হয়।
ঢাকানিউজ২৪.কম /
আপনার মতামত লিখুন: