• ঢাকা
  • সোমবার, ১৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৯ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

জলঢাকা পৌরসভার ২০২৩-২৪ অর্থ বছরের  বাজেট ঘোষণা 


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: রবিবার, ২৫ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৫:০৮ পিএম
জলঢাকা পৌরসভার ২০২৩-২৪ অর্থ বছরের  
বাজেট ঘোষণা 

মশিয়ার রহমান, জলঢাকা, নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকা পৌরসভার ২০২৩-২৪ অর্থ বছরে বাজেট ঘোষণা করেছেন পৌর মেয়র ইলিয়াস হোসেন বাবলু। ২৫ জুন সকালে মেয়রের কার্যালয় (হোসেন মার্কেট সংলগ্ন) স্থানে ৮১ কোটি ৫৭লাখ ৯৯হাজার ১শত ৮৫ টাকার বাজেট ঘোষণা করা হয়।  

এসময় অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন আব্দুল ওয়াহেদ বাহাদুর চেয়ারম্যান উপজেলা পরিষদ জলঢাকা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়নুল ইসলাম উপজেলা নির্বাহী অফিসার,বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক গোলাম মোস্তফা সাবেক এমপি ও সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ জলঢাকা উপজেলা শাখা, মুক্তারুল আলম অফিসার ইনচার্জ ওসি জলঢাকা থানা,আব্দুল মজিদ সাধারণ সম্পাদক জলঢাকা পৌরসভা শাখা,এছাড়াও জলঢাকা পৌরসভার কাউন্সিলরবৃন্দ ও, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

বাজেট অনুষ্ঠানে মেয়র বাবলু পৌরসভার উন্নয়নের জন্য নিয়মিত কর দিয়ে এলাকার উন্নয়নে অংশগ্রহণ করতে পৌরবাসীর প্রতি আহ্বান জানান। এছাড়াও তিনি পৌরবাসীর সহযোগিতা চেয়ে আরো বলেন, আসুন আমরা সবাই জলঢাকা পৌরসভাকে একটি মডেল পৌরসভায় পরিনত করি। জলঢাকা পৌরসভা এই বাজেট সভার আয়োজন করেন।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image