• ঢাকা
  • শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৭ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

আটোয়ারীতে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০২২ খ্রিস্টাব্দ, ০১:৪২ পিএম
শিক্ষার্থীদের মাঝে
শিক্ষা উপকরণ বিতরণ

মোঃ ইউসুফ আলী, আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি: দুর্নীতি দমন কমিশন(দুদক) সমন্বিত জেলা কার্যালয়, ঠাকুরগাঁওয়ের উদ্যোগে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। 

বুধবার ( ৯ নভেম্বর) দুপুরে উপজেলার আটোয়ারী সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে দুদক সমন্বিত জেলা কার্যালয় ঠাকুরগাঁওয়ের  উপ-সহকারী পরিচালক জাহাঙ্গীর আলম উপস্থিত থেকে শিক্ষার্থীদের সাথে জনসচেতনতামুলক আলোচনা, জরুরী প্রয়োজনে সহযোগিতার নম্বর সমুহ ব্যবহার করা, বিদ্যালয়ের সততা স্টোর ব্যবহার করা , বাল্য বিবাহ, ইভটিজিং ও মাদক প্রতিরোধ সম্পর্কে আলোচনা শেষে দু’টি বিদ্যালয়ের মোট ১৮০ জন শিক্ষার্থীদের মাঝে পৃথক পৃথক ভাবে শিক্ষা উপকরণ বিতরণ করেন। 

বিতরণকৃত শিক্ষা উপকরণগুলো হলো,  স্কুল ব্যাগ, ছাতা, স্কেল, খাতা, টিফিন বক্স, কলম দানী ও জ্যামিতি বক্স। এ সময় উপস্থিত ছিলেন,  উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ তোবারক হুসেন, সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরমিন পারভীন ও মোঃ আব্দুল কুদ্দুশ , সহকারী শিক্ষকবৃন্দ সহ শিক্ষার্থীরা।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image