সুমন দত্ত: ২৮তম পোলার স্কুল হ্যান্ডবল টুর্নামেন্টে নারিন্দা সরকারি স্কুল জয় পেয়েছে। বৃহস্পতিবার বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের শহিদ(ক্যাপ্টেন) এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় তারা ২৫-৮ গোলে খালেদ হায়দার মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে।
বিজয়ী দল প্রথমার্ধে ১১-৬ গোলে এগিয়ে ছিল। এছাড়া আজকের অন্য খেলায় জয় পেয়েছে মানরাত ঢাকা ইন্টারন্যাশনাল, ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজ,মডেল একাডেমি, মতিঝিল সরকারি বালক বিদ্যালয়, সানিডেইল ও বিএফশাহীন স্কুল এন্ড কলেজ।
এদিকে ১ সেপ্টেম্বরের শুক্রবারের সকল খেলা বাতিল করা হয়েছে। এজন্য নতুন ফিকচার চালু করা হয়েছে। অংশগ্রহণকারী স্কুলগুলোকে নতুন ফিকচার বাংলাদেশ জাতীয় হ্যান্ডবল ফেডারেশন থেকে সংগ্রহ করতে বলা হয়েছে।
উল্লেখ্য নারিন্দা স্কুল গতবার এই টুর্নামেন্টে রানার্সআপ হয়েছিল।
ঢাকানিউজ২৪.কম / এসডি
আপনার মতামত লিখুন: