
বরিশাল প্রতিনিধি : বরিশালে মা ইলিশ ও জাটকা রক্ষার জন্য এবং জেলেদের প্রনোদনা চালের পাশাপাশি অর্থ সহায়তার দেওয়ার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল ১১টায় নগরীর অশ্বিনী কুমার হলের সামনে প্রতীকি চায়না দুয়ারী জাল ও ইলিশ নিয়ে এই মানববন্ধনের আয়োজন করে জেলার দ্বীপ উপজেলা মেহেন্দিগঞ্জের শিশু সংগঠন শিশুস্বপ্ন।
সংগঠনটির সভাপতি চিত্রশিল্পী ও লেখক সাইফুল্লাহ নবীনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক কলেজ শিক্ষক সোহেব তালুকদার, সদস্য দিপঙ্কর মিয়া, আব্দুস ছালাম ও লেখক সাব্বির আহমেদ
বক্তারা অসহায় জেলেদের জাল পুড়ে ক্ষতিগ্রস্ত না করে অবৈধ জাল উৎপাদন বন্ধের দাবি করেন।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: