• ঢাকা
  • শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৬ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

বাকেরগঞ্জে ওসির সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা 


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০২২ খ্রিস্টাব্দ, ১২:১১ পিএম
ওসির সাথে সাংবাদিকদের
মতবিনিময় সভা 

মো. জাহেদুল ইসলাম, বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধিঃ বাকেরগঞ্জ থানার নবাগত অফিসার ইনচার্জ এস এম মাকসুদুর রহমানের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (১৯ ডিসেম্বর) রাত ৮ টায় থানা হলরুমে বাকেরগঞ্জ থানা আয়োজিত এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বাকেরগঞ্জ থানার নবাগত অফিসার ইনচার্জ এস এম মাকসুদুর রহমানের সভাপতিত্বে ও বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি দানিসুর রহমান লিমনের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন নবাগত অফিসার ইনচার্জ এস এম মাকসুদুর রহমান, ওসি (তদন্ত) সত্যরঞ্জন খাসকেল, পরিদর্শক অপারেশন মোঃ আলমগীর হোসেন, প্রেসক্লাব সভাপতি আল আমিন মিরাজ, সাধারণ সম্পাদক খান মোহাম্মাদ সেলিম, দৈনিক দক্ষিণের কাগজের সম্পাদক মোঃ হাবিবুর রহমান, স্বচ্ছ টিভির জাকির জমাদ্দার, দৈনিক নয়া শতাব্দীর মোঃ মাসুদ সিকদার, সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির সভাপতি জিয়াউল হক আকন, এশিয়ান টিভির উত্তম কুমার, সিএনএন বাংলা টিভির মৃধা মোঃ জুয়েল, দৈনিক যায় যায় দিনের গোলাম মোস্তফা তুহিন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন মাই টিভির মোঃ মিজানুর রহমান, দৈনিক আজকের বার্তার মোঃ সাইদুর রহমান, দৈনিক বাংলাদেশ বাণীর অরুন দাস, দৈনিক কলমের কন্ঠের সোহেল রানা, দৈনিক আমার সংগ্রামের নজরুল ইসলাম খান আলিম, দৈনিক ভোরের কাগজের মোঃ মোহসিন হোসেন মোল্লা, দৈনিক বরিশাল বার্তার শফিক খান বাবু, দৈনিক দিন প্রতিদিনের মোঃ আবুল বাসার, দৈনিক দখিণের কন্ঠের মোঃ হাবিব আকন, দৈনিক বাংলাদেশ বুলেটিনের জাহিদুল ইসলাম, দৈনিক বাংলাদেশ বাণীর মোঃ কামাল মৃধা, সাংবাদিক আশ্রাফুল আলম আশিক প্রমূখ।

নবাগত ওসি মাকসুদুর রহমান বলেন, বাকেরগঞ্জ থানায় কর্মরত থাকাবস্থায় তিনি মাদক নির্মূল, জুয়া খেলা বন্ধ ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে যথেষ্ট চেষ্টা করেবেন। এছাড়াও মিথ্যা মামলায় যাতে কেউ হয়রানীর শিকার না হয় সেদিকেও তিনি সচেষ্ট থেকে বাকেরগঞ্জ থানাকে কলুষমুক্ত রাখতে সর্বদা চেষ্টা করবেন।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image