• ঢাকা
  • বুধবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ; ২২ মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

নবীনগরে ইভটিজিং এর দায়ে যুবককে ৬ মাসের কারাদন্ড


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৪:২৮ পিএম
নবীনগরে ইভটিজিং এর দায়ে
যুবককে ৬ মাসের কারাদন্ড

নবীনগর প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে ইভটিজিং এর দায়ে এক যুবক কে ৬ মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। ২৬ সেপ্টেম্বর দুপুরে উপজেলার বীরগাঁও স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার ভূমি নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা জাহান। দন্ডপ্রাপ্ত মোঃ মাসুম (২৪) বীরগাঁও ইউনিয়ন গৌরনগর গ্রামের রফিকুল ইসলাম এর ছেলে।

সহকারী কমিশনার ভূমি নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা জাহান বলেন, মো: মাসুম দীর্ঘ দিন ধরে অত্র বিদ্যালয়ের ছাত্রীদের কে ইভটিজিং করে আসছে। আজ দুপুরে ইভটিজিং করার সময় অত্র বিদ্যালয়ের শিক্ষকরা তাকে আটক করে আমাকে খবর দিলে ঘটনা স্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করি।ভ্রাম্যমান আদালত পরিচালনা করার সময় ছেলেটির মোবাইলে বিভিন্ন মেয়েদের সাথে আপত্তিকর ছবি ও ভিডিও পাওয়ায় মোবাইল জব্দ করা হয়েছে এবং ৬ মাস কারাদণ্ড প্রদান করা হয়েছে।কারাদন্ড ভোগের পর এ ঘটনার পুনরাবৃত্তি ঘটবে না এবং এর ব্যত্যয় ঘটলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে মর্মে মুচলেকা নেয়া হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image