
নিউজ ডেস্ক: শ্রীলঙ্কাকে হারিয়ে সেমিফাইনালে উঠেছে ভারতীয় দল। এইভাবে, টিম ইন্ডিয়া প্রথম দল হিসেবে সেমিফাইনালে জায়গা করে নিল। ভারতীয় দল টানা সপ্তম জয় পেল। এখন ৭ ম্যাচে ভারতের ১৪ পয়েন্ট। তবে পয়েন্ট টেবিলে শীর্ষে রয়েছে ভারতীয় দল।
ভারতীয় দল শ্রীলঙ্কাকে ৩০২ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে। জয়ের জন্য শ্রীলঙ্কার কাছে ৩৫৮ রানের টার্গেট থাকলেও ১৯.৪ ওভারে মাত্র ৫৫ রানেই সীমাবদ্ধ ছিল পুরো দল। শ্রীলঙ্কার তিন ব্যাটসম্যান দুই অঙ্ক পার করতে পারেন। যেখানে কোনো রান না করেই প্যাভিলিয়নে ফেরেন এই দলের ৫ ব্যাটসম্যান। শ্রীলঙ্কার পক্ষে কাসুন রাজিথা ১৭ বলে সর্বোচ্চ ১৪ রান করেন। এছাড়া পথুম নিশাঙ্ক, দিমুথ করুনারত্নে, সাদিরা সামারাবিক্রমা, দুশান হেমান্থা ও দুশমন্থা চামেরা শূন্য রানে আউট হন।
ভারতের হয়ে সবচেয়ে সফল বোলার ছিলেন মহম্মদ শামি। মহম্মদ শামি ৫ ওভারে ১৮ রানে ৫ খেলোয়াড়কে আউট করেন। যেখানে মোহাম্মদ সিরাজ ৭ ওভারে ১৬ রান দিয়ে ৩ উইকেট নেন। এছাড়া জাসপ্রিত বুমরাহ ও রবীন্দ্র জাদেজা ১টি করে সাফল্য পেয়েছেন।
ভারতীয় দলের ২টি লিগ ম্যাচ বাকি রয়েছে। ৫ নভেম্বর মুখোমুখি হবে ভারত ও দক্ষিণ আফ্রিকার দল। দুই দলের ম্যাচটি হবে কলকাতার ইডেন গার্ডেনে। এরপর ১২ নভেম্বর নেদারল্যান্ডসের বিরুদ্ধে খেলবে ভারতীয় দল। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ভারত ও নেদারল্যান্ডসের ম্যাচটি হবে।
ঢাকানিউজ২৪.কম / এসডি
আপনার মতামত লিখুন: