চাটমোহর (পাবনা) প্রতিনিধি : চাটমোহর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের (ইউসিসিএ লিঃ) ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত হলেন চাটমোহর পৌর আওয়ামী লীগের সভাপতি,পৌরসভার কাউন্সিলর মোঃ নাজিম উদ্দিন মিয়া।
সোমবার (২৫ সেপ্টেম্বর) অনুষ্ঠিত সভাপতি পদের নির্বাচনে মোঃ নাজিম উদ্দিন মিয়া মাছ প্রতীক নিয়ে ৮৯ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর একমাত্র প্রতিদ্ব›িদ্ব মোঃ জাহিদুল ইসলাম জাহিদ চেয়ার প্রতীকে পেয়েছেন ৫৪ ভোট।
নির্বাচনে মোট ১৪৪ জন ভোটারের মধ্যে ১৪৩ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন। সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত উপজেলা পল্লী ভবনে বিরতিহীন ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
ইতোপূর্বে ব্যবস্থাপনা কমিটির সহ-সভাপতি পদে মোঃ খলিলুর রহমান ও ৬ জন পরিচালক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। নির্বাচনের রিটার্নিং অফিসার ও উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মাসুমবিল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: