
আবির হোসেন, ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ছাত্রী নির্যাতনের ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের গঠিত তদন্ত কমিটি পর্যালোচনার কাজ শুরু করেছে।
বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় আলোচনায় বসেন তারা।
এরআগে, গতকাল পর্যন্ত টানা তিনদিন বিভিন্ন পর্যায়ে ভুক্তভোগী ও অভিযুক্ত ছাত্রীদের সাক্ষাতকার গ্রহণ করেন তারা। একইসাথে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি, ঘটনার রাতে হলে অবস্থানরত প্রত্যক্ষদর্শী ও আয়াদের সাথেও কথা বলেন কমিটির সদস্যরা।
আজ কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. রেবা মন্ডলের কক্ষে অন্যান্য সদস্যদের নিয়ে এ আলোচনা শুরু হয়। ৫ সদস্যদের কমিটির মধ্যে উপস্থিত আছেন প্রভোস্ট কাউন্সিলের সভাপতি অধ্যাপক ড. দেবাশীষের শর্মা, সহকারী প্রক্টর অধ্যাপক ড. মুর্শিদ আলম ও সদস্য সচিব একাডেমিক শাখার উপ-রেজিস্ট্রার আলীবদ্দীন খান।
অধ্যাপক ড. দেবাশীষ শর্মা বলেন, ‘আমরা ভুক্তভোগী, অভিযুক্ত, বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি ও দেশরত্ন শেখ হাসিনা হলের কর্মকর্তা-কর্মচারীদের সাক্ষাতকার নিয়েছি। অতি দ্রুত সময়ের মধ্যে তদন্তের রিপোর্ট দেওয়ার জন্য আমরা পর্যালোচনায় বসেছি। অধিকতর তদন্তের জন্য প্রয়োজনে আবার ভুক্তভোগী ও অভিযুক্তদের ডাকা হতে পারে।’
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: